ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক যুগেও বিচার শেষ হয়নি সিলেটের অর্ধশতাধিক বোমা হামলার

প্রকাশিত: ০৪:১৪, ২৭ আগস্ট ২০১৬

এক যুগেও বিচার শেষ হয়নি সিলেটের অর্ধশতাধিক বোমা হামলার

স্টাফ রিপোর্টার ॥ এক যুগেও বিচার শেষ হয়নি সিলেট অঞ্চলের অর্ধশতাধিক বোমা হামলার ঘটনার। হযরত শাহজালালের ওরস, ব্রিটিশ হাইকমিশনার, আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রকে হত্যার উদ্দেশ্যে জঙ্গীদের বোমা হামলায় প্রাণ হারায় ১৭ জন। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপি-জামায়াতের আমলে সংঘটিত হামলাগুলোর ত্রুটিপূর্ণ মামলা ও তদন্তে গড়িমসির কারণে মামলার নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। তবে, মামলাগুলো নিষ্পত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন আদালত সংশ্লিষ্টরা। ২০০৪ ও ২০০৫ সালে সিলেট অঞ্চলে জঙ্গীদের টার্গেটে পরিণত হয় বিশিষ্টজনরা। বোমা ও গ্রেনেড হামলা থেকে রক্ষা পাননি তারা। এমনকি জনগুরুত্বপূর্ণ স্থাপনাও ছিলো তাদের টার্গেটে। ২০০৪ সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির ওরসে বোমা হামলায় ছয় জন হত্যার পর একের পর এক শুরু হয় এই তান্ডব। একই বছর সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় মহিলা আওয়ামী লীগের সভা চলাকালে জঙ্গীদের বোমা হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। সেই কষ্ট বুকে নিয়ে এখনও তিনি বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন। সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, ‘আমি বেঁচে আছি বাঁচার মতো করে। জননেত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য আমাকে ভারতে পাঠিয়েছে। ওখান থেকে বলা হয়েছে আমার পা কাটতে হবে। আমার পা যেন না কাটা লাগে এর জন্য তিনি আমাকে ভারতে পাঠিয়েছেন। আমি তাঁর ঋণ কখনও শোধ করতে পারবো না।’ গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মনে করেন, ওই সময়ের বিএনপি-জামায়াত সরকারের আন্তরিকতার অভাবে মামলাগুলোর নিষ্পত্তিতে জটিলতা দেখা দেয়। জঙ্গীদের মামলার অধিকাংশ জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চলছে। সিলেট জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল পিপি এ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরী বলেন, কোন কোন সময় আসামিরা আসে না। আর আসামীরা যদি না আসে তাহলে কোর্ট সাক্ষী নিতে পারে না। যদিও সাক্ষীরা উপস্থিত থাকে। সিলেট বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল পিপি এ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন, বিভিন্ন আদালতে মামলার থাকার কারণে সঠিক সময় তারা উপস্থিত হতে পারে না। আর সেই জন্য মামলাগুলো বিলম্বিত হচ্ছে। জঙ্গীদের গ্রেনেড হামলার সময় ১০ জন নিরীহ মানুষ নিহত হয়। সবক’টি বোমা হামলায় মুফতি আবদুল হান্নানসহ জেএমবির অন্তত ১১ জঙ্গীর বিরুদ্ধে মামলা রয়েছে আদালতগুলোতে।
×