ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকার দুই শতাধিক যাত্রী ছাউনি অবৈধ দখলে

প্রকাশিত: ০৪:১৪, ২৭ আগস্ট ২০১৬

ঢাকার দুই শতাধিক যাত্রী ছাউনি  অবৈধ দখলে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুই শতাধিক যাত্রী ছাউনির বেশিরভাগই অবৈধ দখলদারদের কবলে। রোদ-বৃষ্টিতে আশ্রয় বা অপেক্ষার নির্দিষ্ট কোন জায়গা না পেয়ে প্রতিদিনই ভোগান্তি পোহাচ্ছেন নগরীর বাসযাত্রীরা। পথচারীবান্ধব নগরী গড়ে তুলতে প্রচলিত বাস রুট অনুযায়ী নতুন ছাউনি নির্মাণের পরামর্শ নগরবিদদের। অন্যদিকে দখল হয়ে যাওয়া ছাউনি উদ্ধার ও পরিকল্পিতভাবে আধুনিক সুবিধা সম্পন্ন ছাউনি নির্মাণের কথা জনিয়েছে কর্তৃপক্ষ। এতোসব কর্মকা- যে জায়গাটিকে কেন্দ্র করে সেটি আর কিছু নয়, যাত্রীছাউনী। যাত্রী কিংবা পথচারী বিশ্রামের জন্য নির্মিত রাজধানীর ফার্মগেটের এক ছাউনীতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে চলছে কেনাবেচা। ব্যক্তিগত সম্পত্তির মতোই যে যার মতো ব্যবহার করছে গুরুত্বপূর্ণ এই নাগরিক সেবামূলক স্থানটি। বাধ্য হয়ে রাস্তায় নেমে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। রাজধানীর অন্য যাত্রী ছাউনিগুলোর অবস্থাও একই রকম। দীর্ঘদিনের অযতœ আর অবহেলায় বেশিরভাগই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কিছু ছাউনিতে বেঞ্চ থাকলেও নেই বসার পরিবেশ। আশির দশকে কিছু যাত্রী ছাউনির অংশবিশেষ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেয় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন। ভাড়ার মেয়াদ শেষ হলেও এখন আর উচ্ছেদ করা যাচ্ছে না ক্ষমতাধর দোকানিদের। ছাউনির অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরী বলে মত নগরবিদদের। নগর বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে যাত্রীছাউনি নির্মাণের মাধ্যমে একদিকে যেমন উপকৃত হবেন নগরবাসী, তেমনি যাত্রীছাউনি কেন্দ্রিক বাস স্টপেজ ব্যবস্থা গড়ে তোলা গেলে যেখানে সেখানে গণপরিবহন থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হবে। যা অনাকাক্সিক্ষত দুর্ঘটনা রোধসহ নগরীর যানজট সমস্যা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
×