ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নজরুলের মৃত্যুবার্ষিকীতে আয়োজন

প্রকাশিত: ০৪:১০, ২৭ আগস্ট ২০১৬

নজরুলের মৃত্যুবার্ষিকীতে আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বিদ্রোহী কবি, সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিটিভি, বাংলাদেশ বেতারসহ দেশের স্যাটেলাইট চ্যানেল ও এফএম রেডিওগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। চ্যানেলগুলোর বিভিন্ন আয়োজন নিয়ে এ প্রতিবেদন। বিশেষ নাটক ‘গভীর নিশীথে’ : নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। নাটকে অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, বাঁধন, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবেÑ অনেক বছর পর আবার রাঙামাটির উদ্দেশে আফজাল। মাঝে দশটা বছর যে কী করে কেটে গেছে সেটা খেয়ালই ছিল না আফজালের। আজকের দিনটা বিশ্রাম নিয়ে কাল সকালেই সেমিনার। আসার পর থেকে সারা দিনমান চলে মূষলধারে বৃষ্টি। কাঠের বারান্দাটায় বসে কাপের পর কাপ চা খেতে খেতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে খেয়াল করেনি আফজাল। আর একইভাবে খেয়াল করেনি রাত যত গভীর হচ্ছে ততই তার ভেতরে জেগে উঠছে দশ বছর আগের সেই স্মৃতিগুলো। কিছুতেই প্রশ্রয় দিতে চায় না আফজাল, তবু স্মৃতিগুলো তাকে আঁকড়ে ধরতে চায়। সত্যি সত্যিই এখন সে চোখের সামনে দেখতে পাচ্ছে নয়ন তারাকে। অপূর্ব সুন্দর সেই মেয়েটা গুনে গুনে তিনটা মাস ছায়ার মতো ছিল আফজালের সঙ্গে। তথ্যচিত্র ‘তূর্যনাদের বাঁশি’ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আজ বেলা ১-১৫ মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘তূর্যনাদের বাঁশি’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। বিশেষ নাটক ‘রাক্ষুসী’ : নজরুলের মৃত্যুবাষিকীর উপলক্ষে আজ বিকেল ৫-৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘রাক্ষুসী’। মহিউদ্দীন আহ্মেদের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ চম্পা, ফজলুর রহমান বাবু, প্রসূন আজাদ, সাবিহা জামান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে অবলা এক নারী বিন্দি। এ কাহিনীর কেন্দ্রীয় চরিত্র। সে নিজেই বলবে নিজের স্বামী হন্তারক হয়ে ওঠার গল্প। স্বামী-সন্তান নিয়ে তার সুখের সংসার ছিল। তার স্বামী ভোলানাথ ছিল কর্মঠ কৃষক। সুদর্শন ও সাদাসিধে মানুষ। তার দোষ ছিল একটাই আর তা হলোÑ মদ খাওয়া। বিন্দি বলতÑ তুমি মদ খাও ক্ষতি নেই, তোমায় মদে যেন না খায়। পুরুষ মানুষের এ রকম দু’চারটে বদ-অভ্যাস থাকেই। কিন্তু অমন শিবের মতো মানুষটা এমন একটা কাজ করে ফেলল, যা একেবারেই অবিশ্বাস্য অকল্পনীয়। ফলে বিন্দির সাধের ঘরকন্না পরিণত হলো শ্মশানপুরীতে। যুবকদের কাঁচা বুকে ঘুন ধরিয়ে দেয়া বাগধিবাড়ির ঢ্যাঙ্গা সুন্দরী মালতি, স্বভাব দোষে যে স্বামীর ঘর করতে পারেনি, তার ছলাকলায় মজল ভোলানাথ। বিন্দি ভোলানাথের পায়ে ধরে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করল যে, সে কতবড় ভুল করছে। কিন্তু ভোলানাথ বিন্দিকে মেরে কেটে চলে গেল। ভোলানাথ ক্রমেই নরকের দিকে যেতে লাগল। নিজের দেবতাকে নরকে যেতে দেয়া যায় না। বিন্দি তাকে না ফেরালে কে ফেরাবে? সে প্রতিজ্ঞা করল। শোধ নেবে। তবেই না তার নাম বিন্দি। ভোলানাথকে শেষ করে ফেললে তার আর কোন পাপ থাকবে না। উপরন্তু তার সমস্ত পাপের বোঝা মাথায় তুলে নেবে বিন্দি। পরিকল্পনানুযায়ী বিন্দি ধারালো দা’য়ের কোপে শেষ করে দিল নিজের স্বামীকে। ৭ বছরের জেল হলো বিন্দির। সেবার ভারত সরকার কয়েদিদের বিশেষ খালাস দিলে বিন্দিও তাদের সঙ্গে ছাড়া পেয়ে যায়। স্বামীর স্মৃতি বুকে নিয়ে বাড়ি ফেরে সে। কিন্তু তাকে দেখে সবাই ভয় পেতে শুরু করে। সবাই তাকে বলে রাক্ষুসী। সে সহ্য করতে পারে না। বিন্দি প্রশ্ন তোলে, সে কেন রাক্ষুসী হবে? বরং পাপের হাত থেকে নিজের স্বামীকে বাঁচিয়ে সে তো ভাল কাজটিই করেছে। নজরুলসঙ্গীত নিয়ে শাফিন আহমেদ : আজ বিকেল ৫টায় আরটিভিতে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ ও প্রিয়াংকা গোপ। অনুষ্ঠানে তারা নজরুলের জনপ্রিয় গান গাওয়ার পাশাপাশি অপ্রচলিত গানও করবেন। তারা নজরুল সঙ্গীতের নানা বিষয় নিয়ে কথা বলবেন। ভিডিওচিত্র ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ : শিল্পী ফেরদৌস আরার গাওয়া কাজী নজরুল ইসলামের চারটি গান নিয়ে তৈরি ভিডিওচিত্র নিয়ে নির্মিত অনন্যা রুমা পরিচালিত অনুষ্ঠান ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ প্রচার হবে আজ রাত ৭-৫০ মিনিটে। অনুষ্ঠানের ভিডিওচিত্রগুলো নির্মাণ করেছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান ও আমজাদ হোসেন। এর মধ্যে নজরুলের ‘নাইয়া ধীরে চালাও তরণী’ গানের চিত্রায়ন করেছেন কাজী হায়াৎ। এ গানের চিত্রে অভিনয় করেছেন মেহমুদ ও মীম। ‘প্রিয়া মোছ এ আঁখি জল’ গানের চিত্রায়ন করেছেন মতিন রহমান। মডেল হয়েছেন সালমান ডেভিড ও নওশীন নদী। সোহানুর রহমান সোহান নির্মাণ করেছেন ‘আমার আপনার চেয়ে আপন যেজন’। এই গানের মডেল হয়েছেন মারিয়া মিষ্টি ও বাপ্পি। ‘এ ঘর ভোলানো সুর’ গানের চিত্রায়ন করেছেন আমজাদ হোসেন। এ গানে মডেল হয়েছেন জায়ান ও সিনি স্নিগ্ধা। এ অনুষ্ঠান প্রসঙ্গে শিল্পী ফেরদৌস আরা বলেন, নজরুলের গান আমার ধ্যান-জ্ঞান। তার অনেক গান গেয়েছি। তবে এবারের গান আমার কাছে বিশেষভাবে গুরুত্ব রয়েছে। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গানের চিত্রায়নে কণ্ঠ দিতে আমি গর্বিত বোধ করছি। চলচ্চিত্র ‘মেহের নেগার’ : চ্যানেল আইতে আজ বেলা ১-০৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘মেহের নেগার’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চলচ্চিত্র পরিচালনা করেছেন মৌসুমী ও গুলজার। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান, প্রবীর মিত্র প্রমুখ।
×