ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃহত্তম সংরক্ষিত সমুদ্রাঞ্চল

প্রকাশিত: ০৪:০৯, ২৭ আগস্ট ২০১৬

বৃহত্তম সংরক্ষিত সমুদ্রাঞ্চল

বিশ্বের বৃহত্তম সামুদ্রিক প্রাণীর সংরক্ষিত এলাকা হবে হাওয়াই দ্বীপপুঞ্জের আশপাশের এলাকায়। প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে পাপাহানাওমকুকিয়া মেরিন ন্যাশনাল মনুমেন্টের সম্প্রসারণ করে এটি তৈরি হবে। আয়তন হবে ৫ লাখ ৮২ হাজার ৫৭৮ বর্গমাইল (১৫) লাখ বর্গ কিমি)। ব্ল্যাক কোরালসহ সাত হাজারেরও বেশি জলজ প্রানির আবাসস্থল হবে এটি। ব্লাক কোরাল সাড়ে চার হাজারেরও বেশি বছর বাঁচতে পারে। সামুদ্রিক প্রাণীর সংরক্ষিত এলাকা ফেডারেল এলাকা হিসেবে বিবেচনা করা হয়, যেখানে বাণিজ্যিকভাবে মাছ ধরা নিষিদ্ধ। - এএফপি
×