ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহরণের পর বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা

প্রকাশিত: ০৪:০৯, ২৭ আগস্ট ২০১৬

অপহরণের পর বলিভিয়ার  উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা

বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রডোলফো ইলানেস খনি শ্রমিকদের হাতে নিহত হয়েছেন। শ্রম আইন পরিবর্তনের দাবিতে তারা তাকে অপহরণ করেছিল। বৃহস্পতিবার দেশটির সরকার এ কথা জানায়। খবর এএফপির। স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো সংবাদ সম্মেলনে বলেন, এক্ষেত্রে পাওয়া সকল লক্ষণ থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আমাদের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রডোলফো ইলানেসকে কাপুরুষোচিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইলানেস দেশের পশ্চিমাঞ্চলীয় পানদুরো শহরে বিক্ষোভরত খনি শ্রমিকদের অবরোধ দেখতে গেলে তারা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে হত্যা করে। এর আগে ইলানেস স্থানীয় সংবাদমাধ্যমকে টেলিফোনে বলেন, আমি অনেক ভাল রয়েছি। কেউ আমাকে আঘাত করেনি। তবে পরে সাংবাদিকরা জানান, সরকারী এ কর্মকর্তা নিহত হয়েছেন। একটি বেতার কেন্দ্রের পরিচালকের বরাত দিয়ে তারা এ কথা জানান। ওই পরিচালক বলেন, তিনি মন্ত্রীর লাশ দেখেছেন।
×