ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরস্কে পুলিশ সদর দফতরে গাড়িবোমা হামলায় নিহত ১১

প্রকাশিত: ০৪:০৮, ২৭ আগস্ট ২০১৬

তুরস্কে পুলিশ সদর দফতরে গাড়িবোমা  হামলায় নিহত ১১

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কিজরেতে দাঙ্গা পুলিশ সদর দফতরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৮ জন। শুক্রবার এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। খবর বিবিসির। কিজরে শহরটির সিরনাক প্রদেশে অবস্থিত। এই প্রদেশটি সিরিয়া ও ইরাকের সীমান্ত সংলগ্ন। এই অঞ্চলটি কুর্দী জনগোষ্ঠী অধ্যুষিত। তুর্কি টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামলার পরপর ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। টেলিভিশন ফুটেজে সদর দফতর ভবন থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, যেখানে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি ছিল পুলিশের তল্লাশি চৌকি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। তুরস্কে নিষিদ্ধঘোষিত এই সংগঠনটির সঙ্গে সরকারের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর গত জুলাই থেকে এই অঞ্চলে অব্যাহত সংঘর্ষের ঘটনা ঘটছে।
×