ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ার অবরুদ্ধ দারায়া ছাড়ছে বিদ্রোহী ও বেসামরিক বাসিন্দারা

প্রকাশিত: ০৪:০৮, ২৭ আগস্ট ২০১৬

সিরিয়ার অবরুদ্ধ দারায়া ছাড়ছে বিদ্রোহী ও বেসামরিক বাসিন্দারা

সিরিয়ার দারায়া শহর দীর্ঘকাল সরকারী বাহিনীর হাতে অবরুদ্ধ থাকার পর সেখান থেকে বেসামরিক লোকজন ও বিদ্রোহী যোদ্ধাদের চলে যেতে দেয়ার সুযোগ দিয়ে এক চুক্তি সই করা হয়েছে। খবর বিবিসির। রাজধানী দামেস্কের কাছাকাছি ওই শহর থেকে লোকজন ও বিদ্রোহীদের চলে যাওয়া শুক্রবার শুরু হয়েছে বলে উভয়পক্ষ জানায়। সরকারী বাহিনী ২০১২ সাল থেকে দারায়া শহরকে ঘিরে রেখেছে। তখন থেকে বাসিন্দারা অনবরত গোলাবর্ষণ ও খাদ্য, পানীয় ও বিদ্যুতের ঘাটতির সম্মুখীন হয়। বেসামরিক লোকজন গত জুন মাসে চার বছরের মধ্যে প্রথমবারের মতো ত্রাণ সরবরাহ লাভ করে। দারায়া চুক্তির আওতায় ৭০০ সশস্ত্র ব্যক্তি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরের উদ্দেশে রওনা হবে। আর ৪ হাজার বেসামরিক লোক সরকারী আশ্রয় কেন্দ্রে চলে যাবে। সিরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এ কথা জানায়। দারায়াতে সিরীয় সরকারের বিরুদ্ধে প্রথম কিছু কিছু প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয়। এ অভ্যুত্থানই পরে সর্বাত্মক গৃহযুদ্ধের রূপ নেয়। বিশ্লেষকরা বলেন, দামেস্ক থেকে মাত্র কয়েক মাইল দূর থেকে বিদ্রোহীদের পিছু সরে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য খুশির খবর। শহরের এক সরকারবিরোধী কর্মী হুসাম আয়াশ বলেন, আমরা শহর ত্যাগ করতে বাধ্য হচ্ছি, কিন্তু আমাদের অবস্থার অবনতি ঘটে তা অসহনীয় হয়ে পড়েছে। তিনি বার্তা সংস্থা এপির সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, আমরা চার বছর প্রতিরোধ করেছি, কিন্তু আর পারছি না। আরেক ঘটনায় সিরিয়া এর নিজের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিল বলে জাতিসংঘের এক তদন্ত কমিশন সিদ্ধান্তে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র কঠোর ও দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।
×