ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ঠে কৃষি কর্মকর্তার আর পানিতে মারা গেলো শিশু

প্রকাশিত: ০২:২৪, ২৬ আগস্ট ২০১৬

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ঠে কৃষি কর্মকর্তার আর পানিতে মারা গেলো শিশু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নির্মানাধীন নিজ বাড়ির পানির মটারে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিএম মাহাবুব আলম (৫৭) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে জেলার গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লায়। সে (মাহাবুব) গৌরনদী উপজেলা কৃষি অফিসের চাঁদশী ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মুলাদী উপজেলার রামারপোল গ্রামের কালু ভূঁইয়ার পুত্র মাহাবুব আলম ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিশন বাংলাদেশ এর গৌরনদী উপজেলা শাখার সভাপতি ছিলেন। জানা গেছে, চরগাদাতলী এলাকার নিজের নির্মানাধীন পাকা ভবনের দেয়ালে পানি দেয়ার জন্য মাহাবুব আলম শুক্রবার বিকেল চারটার দিকে বৈদ্যুতিক মটারে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজনে মুর্মূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও, জেলার বাবুগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের সবুজ হাওলাদারের দেড় বছর বছরের শিশু পুত্র আবির হোসেন শুক্রবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। জানা গেছে, খেলার ছলে ওইদিন দুপুরে দেড়টার দিকে আবির বাড়ির পাশের ডোবায় পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
×