ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর বাঙালির মর্যাদা ও অগ্রযাত্রায় জীবন উৎসর্গ করেছেন ॥ এমিলি

প্রকাশিত: ০২:১৮, ২৬ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধুর বাঙালির মর্যাদা ও অগ্রযাত্রায় জীবন উৎসর্গ করেছেন ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু এবং জাতির মর্যাদা, উন্নয়নে এবং অগ্রযাত্রায় নিজের জীবন উৎসর্গ করেছেন। ধর্মীয় মূল্যবোধ, মান সম্মত শিক্ষা এবং দেশজ সংস্কৃতি ছড়িয়ে দিতে তার পদক্ষেপ ছিল ও সৎসাহস ছিল বিস্ময়কর। আর এসব কারণেই মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সপরিবারে হত্যাকরে বঙ্গবন্ধুর আদর্শকে বিনষ্ট করতে চেয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ এখন ঘরে ঘরে। নতুন প্রজন্ম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙালি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। যা আলোকবার্তকা হয়ে বিশ্বে ছড়িয়ে পরছে। অনেকে বাংলাদেশকে এখন অনুসরণ করছে। তিনি শুক্রবার লৌহজং উপজেলা ঘোড়দৌড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির ভাষণে এক কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াছ আহাম্মেদ মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মহসিন, গোলাম সারোয়ার মামুন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছালমা হাই টুনি ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবুল মুন্সি প্রমুখ। আলোচনা ছাড়াও এতে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
×