ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে অস্ত্রসহ আটক যুবকের মৃত্যু

প্রকাশিত: ০২:১৬, ২৬ আগস্ট ২০১৬

টেকনাফে অস্ত্রসহ আটক যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে দেশীয় তৈরী এলজিসহ আটক যুবক নুরুল ইসলাম নামে কক্সবাজার জেলা সদর হাসাপাতালে মারা গেছেন। তিনি কক্সবাজার জেলা সদর হাসাপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা সদর হাসাপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম (২৬) মারা যান। বুধবার রাত ৮টায় হ্নীলা আলীখালী এলাকা থেকে আটক করে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছিল স্থানীয় জনতা। নিহত যুবক আলীখালী গ্রামের মকবুল আহমদের পুত্র। এদিকে নিহত যুবকের ভাই সাদ্দাম হোসেন জানান, ব্রাজিল-আজের্ন্টিনা সমর্থকদের খেলা নিয়ে একই এলাকার মৃত হাছিম আলীর পুত্র কামাল হোছনের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তার ভাইকে মারধর করা হয়। তিনি আরও জানান, টেকনাফে ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নুর মোহাম্মদের মৃত্যুর পর অঘোষিত ইয়াবা নিয়ন্ত্রক তারই বেয়াই আলীখালী এলাকার জামাল হোছাইন। ইয়াবার বিরুদ্ধে বিভিন্ন সময় প্রকাশ্যে প্রতিবাদ করতো তার ভাই নুরুল ইসলাম। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে তার ভাইকে তুচ্ছ ঘটনার অভিযোগে বুধবার সন্ধ্যায় ব্যাপক নির্যাতন চালায় জামাল হোছাইনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। নির্যাতনের পর আটককে রাখা হয় আলীখালীর তাদের নিজস্ব লবণ মাঠের কাঁদায়। পরে অস্ত্র দিয়ে তার ভাইকে পুলিশে দেয়।
×