ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ-২ ॥ ট্রলার উদ্ধার

প্রকাশিত: ০২:১৪, ২৬ আগস্ট ২০১৬

মাদারীপুরে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ-২ ॥ ট্রলার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে ট্রলার ডুবির ঘটনায় এখনো কলাগাছিয়া গ্রামের ননীবালা বাড়ৈ (৪৫) ও একই গ্রামের সুচিত্রা বালা বাড়ৈ (৪২) নামের ২ যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার কয়েক দফা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। বৃহস্পতিবার জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে রাত ৮ টার দিকে মাদারীপুর সদর উপজেলার উকিলবাড়ির কাছে কুমার নদে ট্রলারটি ডুবি যায়। এতে ওই রাতেই কলাগাছিয়া গ্রামের ভানুমতি বালা (৬৫) নামে এক যাত্রী নিহত ও আহত হয় ৫ জন। এসময় নিখোঁজ থাকে ৩৫ যাত্রী। নিহত ভানুমতি কলাগাছিয়া গ্রামের সুখচান বালার স্ত্রী। আহত ভাগ্যবতী বৈদ্য (৪৫), অবলা রানী (৪০), ভগীরথ বাড়ৈ (৬০) নামের তিনজন এখন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, বৃহষ্পতিবার শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন শেষে সন্ধা ৭ টার দিকে হাইক্যারমার ঘাট থেকে ট্রলার যোগে শতাধিক যাত্রী সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি ফিরছিল। রাত ৮ টার দিকে উকিলবাড়ি এলাকায় একটি ট্রলারের সাথে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। শুক্রবার সকাল থেকে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও খুলনা থেকে আসা নৌ-বাহিনীর ডুবুরি দলের প্রচেষ্টায় বিকেলে ট্রলারটি উদ্ধার করা হয়। কিন্তু ট্রলারে কোন মৃতদেহ পাওয়া যায়নি। মাদারীপুর পূজা উপযাপন পরিষদের আহবায়ক প্রাণতোষ মন্ডল জানান, এখন পর্যন্ত সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের হারাধন বাড়ৈর স্ত্রী ননীবালা বাড়ৈ ও মহারাজ বাড়ৈর স্ত্রী সুচিত্রা বাড়ৈ নামের দুই নারী নিখোঁজ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের উদ্ধারের ব্যাপারে।
×