ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রামপাল নিয়ে বিএনপি ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ০২:০৭, ২৬ আগস্ট ২০১৬

রামপাল নিয়ে বিএনপি ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে: ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি অন্যসব ইস্যুতে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়ে এখন রামপাল নিয়ে ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে বলে উল্লেখ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার পার্টির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটি আজ এক বিবৃতিতে সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র স্থানান্তরের সম্পর্কে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্য নিয়ে বলা হয় যে, এ বিষয়ে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে তাদের ঘৃন্য রাজনৈতিক লক্ষ্য পুরণই এর উদ্দেশ্য। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, সুন্দরবনসহ দেশের তেল-গ্যাস জাতীয় সম্পদ রক্ষার জন্য তেল-গ্যাস- বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যে দাবি তুলে ধরেছে সে বিষয়ে বিএনপি এ যাবতকাল কোন থাই বলেনি। বরং তাদের ক্ষমতার সময় দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সম্পূর্ণ অবৈধ পন্থায় এশিয়া এনার্জীর হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রই তারা লিপ্ত ছিল না কেবল তার প্রতিবাদে গড়ে উঠা আন্দোলনকে দমন করার জন্য প্রতিবাদকারী ছয়জনকে তারা হত্যা করেছে। বিবিয়ানার গ্যাস ক্ষেত্র থেকে পাইপ লাইনে ভারতে গ্যাস রপ্তানির চক্রান্ত বাাস্তবায়নে চরম প্রচেষ্টা চালিয়েছে। এখন যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে সুন্দরবন রক্ষার প্রশ্নে দেশবাসী সোচ্চার তখন অন্যসব ইস্যুতে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়ে তারা এখন ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে। ওয়ার্কার্স পার্টি সুস্পষ্টভাবে বলতে চায় সুন্দরবন বাংলাদেশের জাতীয় সম্পদ। তার সন্নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে তার প্রতিক্রিয়ায় সুন্দরবনের পরিবেশে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবেনা কেবল, এর সাথে সাথে ঐ এলাকায় যে শিল্প-কারখানা গড়ে উঠবে তাতে সুন্দরবনের আরও বড় ক্ষতি সাধন হবে। ওয়ার্কার্স পার্টি আশা করে পরিবেশের বিশেষ করে সুন্দরবনের ক্ষতি সাধন হয় এমন কাজ এই সরকার করবে না।
×