ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারে সরকারের সিদ্ধান্ত আত্মঘাতী: ফখরুল

প্রকাশিত: ০২:০১, ২৬ আগস্ট ২০১৬

জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারে সরকারের সিদ্ধান্ত আত্মঘাতী: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের বিষয়ে সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত আত্মঘাতী ও দুর্ভাগ্যজনক বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, আজ যারা গায়ের জোরে জিয়াউর রহমানের কীর্তি মুছতে চাইছেন, তাঁরাই একদিন মুছে যেতে পারেন। স্বাধীনতা পদক প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। এখন তিনি বাদ যাবেন, তাঁর সম্মান থাকবে না কিন্তু তাঁর কীর্তি থাকবে। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের বিষয়ে সরকারের সিদ্ধান্তে গোটা জাতি বিস্মিত ও উদ্বিগ্ন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
×