ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে যুবদল নেতাসহ দুই সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ০০:৫৩, ২৬ আগস্ট ২০১৬

জামালপুরে যুবদল নেতাসহ দুই সাংবাদিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ ফেইসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জেলার বকশীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় পত্রিকার দুই সাংবাদিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। জানাগেছে, বকশীগঞ্জের স্থানীয় সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ২৩ আগষ্ট তার ফেইসবুকে পল্লীবিদ্যুৎ নিয়ে সরকার বিরোধী এক উস্কানিমুলক স্ট্যাটাস দেন। স্ট্যটাসে তিনি উল্লেখ করেন পল্লীবিদ্যুতের বিরুদ্ধে রৌমারী রাজিবপুর উপজেলার বাসিন্দারা ফুঁসে উঠেছে। তাই তিনি শুক্রবার বিকাল তিনটায় বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে সকলকে সমবেত হয়ে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচীতে অংশ গ্রহনের আহবান জানান। এর পরে ২৪ আগষ্ট ফেইসবুকে একই ধরনের আরেকটি স্ট্যাটাস দেন স্থানীয় অপর একটি পত্রিকার সাংবাদিক মতিন রহমান। পরবর্তীতে তাদের দেয়া স্ট্যাটাসের সাথে একাত্বতা ঘোষনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপন। ফেইসবুকে উস্কানি মূলক এমন স্ট্যাটাস দেয়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সরকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বকশীগঞ্জ পৌর এলাকার কাচারীপাড়া গ্রামে গোলাম রব্বানী নাদিমের বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকেই দুই সাংবাদিকসহ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ। গ্রেফতারকৃত নাদিম উপজেলার নিলাক্ষীয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে এবং মতিন রহমান পৌর শহরের সওদাগর পাড়া এলাকার ময়েজ উদ্দিনের ছেলে ও আবদুল্লাহ আল সাফী লিপন পাখিমারা এলাকার খলিলুর রহমানের ছেলে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
×