ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

প্রকাশিত: ২২:৩৬, ২৬ আগস্ট ২০১৬

রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সংবাদ সম্মেলন করবেন। শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন আন্দোলন-প্রতিবাদ করছে। এসব আন্দোলনের কর্মসূচিতে বিএনপি সমর্থন জানিয়েছে। ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রামপালে যে তাপ বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, তা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ক্ষতি হবে বলে আশঙ্কা পরিবেশবাদীদের একাংশ ও বাম দলগুলোর। গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পটি ‘দেশবিরোধী’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানায়। পাশাপাশি প্রকল্পটি সুন্দরবনের কাছ থেকে অন্য এলাকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এর আগে গত ২০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। দাবি আদায়ে এই নাগরিক সংগঠনটি এর আগে রামপাল অভিমুখে পদযাত্রা কর্মসূচিও পালন করেছে।
×