ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের আসার খবরের পরও সতর্ক বিসিবি

প্রকাশিত: ২০:৪২, ২৬ আগস্ট ২০১৬

ইংল্যান্ডের আসার খবরের পরও সতর্ক বিসিবি

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ড আসছে। এই খবরটা বড় মধুর হয়ে বাজছে বাংলাদেশের সবার কানে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ভার হয়েছে তাতে। কিন্তু ইংলিশ দলের নিরাপত্তা নিয়ে সতর্কই থাকছে তারা। ইংলিশ ক্রিকেট দলের বাংলাদেশে পা রাখার আগের ৫ সপ্তাহ চোখ কান আরো বেশি খোলা রাখবে বিসিবি। ৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। ম্যাচ ঢাকা ও চট্টগ্রামে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের সকাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট সমর্থক, বিসিবি, সাংবাদিক এবং রাষ্ট্রের অনেক পর্যায়ে ছিল উৎকণ্ঠা। কারণ, ইংল্যান্ডের নিরাপত্তা দলের বাংলাদেশ ঘুরে যাওয়ার রিপোর্টের ওপর সিদ্ধান্ত জানাবে ইংলিশ ক্রিকেট বোর্ড ইসিবি। ইসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে ইতিবাচক খবরই দিয়েছে। পরিকল্পিত সফরে আসছে তারা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী তাতে স্বস্তিতে। সেই সাথে দলটি না আসা পর্যন্ত আরো সতর্ক থাকার ওপরও জোর দিয়েছেন। "ইংল্যান্ডের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এই সিদ্ধান্তের জন্য তাদের ধন্যবাদ। এই মাসের শুরুতে ইসিবির পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করেছি আমরা। তাদের নিরাপত্তা পরিকল্পনা বিস্তারিত দেখানো হয়েছে। একই সাথে আমাদের সরকার তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তাও দিয়েছে।" নিজামউদ্দিন শুক্রবার সকালে বলেছেন, "এরপর না আসা পর্যন্ত ইসিবি বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখবে। আমাদের সতর্ক থেকে নিরাপত্তার ধারাবাহিকতা রক্ষা করবো। এই সময়ে তাদের সাথে নিয়মিত যোগাযোগ থাকবে আমাদের।" ২০১৪ সালে নির্বাচন পরবর্তী সহিংসতার পরও সর্বোচ্চ নিরাপত্তার মাঝে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ সুচারুভাবে অনুষ্ঠিত হয়। কিন্তু ২০১৫'র শেষে অস্ট্রেলিয়া নির্ধারিত টেস্ট সফরে বাংলাদেশে আসেনি। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলাদেশে দল পাঠায়নি। কিন্তু নিরাপত্তায় বাংলাদেশ সন্তুষ্ট করেছে সবাইকে। সফল আয়োজন তাদের। এবার ইংল্যান্ডও সেই নিশ্চয়তায় আশ্বস্ত হয়ে বাংলাদেশে আসছে।
×