ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিলারির সমালোচনা করলেন ট্রাম্প

প্রকাশিত: ১৯:৩১, ২৬ আগস্ট ২০১৬

হিলারির সমালোচনা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘গোঁড়ামিপূর্ণ মানসিকতার’ উল্লেখ করে সমালোচনা করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিসিসিপিতে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। আর এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। এদিকে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় হিলারি বলেছেন, এ রিপাবলিকান নেতা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন। মিসিসিপির সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী হিলারি কৃষ্ণাঙ্গদেরকে কেবল ভোটার হিসেবেই বিবেচনা করেন, উন্নত ভবিষ্যত গড়ার ক্ষেত্রে মূল্যবান মানুষ বলে বিবেচনা করেন না। হিলারি ও ডেমোক্র্যাট পার্টি আফ্রিকান-আমেরিকান কমিউনিটিকে নিজেদের ফায়দা আদায়ের কাজে ব্যবহার করে বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়ে হিলারি বলেছেন, ট্রাম্প তার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করায় এবং বর্ণবাদী সংগঠন কু ক্লাক্স ক্লানের সাবেক নেতা ডেভিড ডিউককে অমান্য করতে ব্যর্থ হওয়ায় উল্টো ট্রাম্পের সমালোচনা করেন হিলারি। সম্প্রতি এক জরিপে দেখা গেছে কৃষ্ণাঙ্গরা ট্রাম্পকে ভোট দিতে চান না। মাত্র ২ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার বলেছেন তারা ট্রাম্পকে ভোট দেবেন। আর এর পরই আফ্রিকান-আমেরিকানদের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ রিপাবলিকান নেতা।
×