ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছুটি পেয়ে বাস্কেটবলের সংসারে অশ্বিনরা

প্রকাশিত: ১৮:৩৭, ২৬ আগস্ট ২০১৬

ছুটি পেয়ে বাস্কেটবলের সংসারে অশ্বিনরা

অনলাইন ডেস্ক ॥ প্র্যাকটিসে ছুটি। তাই মার্কিন মুলুকে পা রেখে জগদ্বিখ্যাত বাস্কেটবল ক্লাব মায়ামি হিটস-এর অন্দরমহলে ঢুঁ মারার শখ হল তিন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধবন ও ভুবনেশ্বর কুমারের। তিন জনই যে দারুণ বাস্কেটবল-ভক্ত। যেমন ভাবনা তেমন কাজ। আমেরিকান এয়ারলাইন্স এরিনায় রওনা হলেন তিন ক্রিকেটার। মায়ামি হিটসের ঠিকানা এটাই। সেখানে তখন হাজির হিটসের দুই তারকা টাইলার জনসন ও ব্রায়ান্ট ওয়েবার। দুই নামী বাস্কেটবলারের সঙ্গে ক্লাব ভ্রমণ শুরু হল অশ্বিনদের। স্কুলজীবনে নিয়মিত বাস্কেটবল খেলার অভিজ্ঞতার কথা শুনিয়ে অশ্বিন বলেন, ‘‘বহু বছর পর ফের বাস্কেটবলে হাত দিলাম। স্কুলে পড়ার সময় তো প্রায়ই খেলতাম। তা ছাড়া নিজেদের সময় বার করে ক্লাবটা ঘুরেও দেখাল ওয়েবার আর জনসন। দারুণ লাগল।’’ তিন বারের এনবিএ চ্যাম্পিয়নদের লকার রুম, জিমন্যাসিয়াম, মেডিক্যাল সেন্টার ঘুরে দেখেন শিখররা। ওয়েবারদের কাছ থেকে শেখেন কিছু বাস্কেটবল টেকনিকও। মুগ্ধ ভুবনেশ্বর বললেন, ‘‘জনসনদের কাছে অনেক কিছু শেখা গেল। দুর্দান্ত অভিজ্ঞতা। এখানকার সুযোগসুবিধে দেখে অবাক হয়ে গিয়েছি। একটা খেলার মধ্যে কত রকমের প্রযুক্তির ব্যবহার হতে পারে, সেটাই মুগ্ধ হয়ে দেখছিলাম।’’ ভারতীয় দলের অন্যরা যখন হোটেলে বিশ্রাম, শহর ভ্রমণ বা শপিংয়ে ব্যস্ত, তখন তিন তারকা মায়ামি হিটস দর্শনে সময় কাটাচ্ছিলেন। ওয়েবাররা যেমন ক্রিকেটারদের বাস্কেটবল নিয়ে বোঝান, তেমনই শিখরদের কাছেও ক্রিকেট নিয়ে জানতে চান তাঁরা। ধবন বলেন, ‘‘ওদের কাছ থেকে যেমন বাস্কেটবলের অনেক ছোটখাটো ব্যাপার শিখতে পারলাম, তেমনই আমরাও ওদের ক্রিকেট নিয়ে অনেক কিছু বলেছি। অভিজ্ঞতাটা মনে থাকবে।’’ ওয়েস্ট ইন্ডিজ থেকে আসা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মঙ্গলবার ফ্লোরিডায় যোগ দেন টি-টোয়েন্টি ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি ও জসপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শনি-রবির জোড়া টি-টোয়েন্টি ম্যাচের জন্য বৃহস্পতিবার প্র্যাকটিস শুরু করে দিল ভারতীয় দল। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×