ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাপা কেন্দ্রীয় কমিটির সভা রবিবার

প্রকাশিত: ০৮:৩৮, ২৬ আগস্ট ২০১৬

জাপা কেন্দ্রীয় কমিটির সভা রবিবার

আগামী রবিবার সকাল দশটায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যৌথসভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। খবর বাসসর। যৌথসভায় উপস্থিত থাকবেন- সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি.এম কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা, ভাইস-চেয়ারম্যান, সংসদ সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সম্পাদক, বিভাগীয় যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সব জেলা, উপজেলা, পৌরসভা, মহানগর, মহানগরের অন্তর্গত থানা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিব, সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যৌথসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লীর আরও ৩ জনের নাম ঘোষণা ॥ জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দলের কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে সম্পাদকম-লীর আরও ৩ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এ হলেন শ্রম বিষয়ক সম্পাদক- জাহাঙ্গীর হোসেন (খুলনা), যুগ্ম সাংগঠনিক সম্পাদক- অধ্যক্ষ এ. কে.এম. মাহবুবুল আলম মিঠু (লালমনিরহাট) যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক- রোকন উদ্দিন বাবুল (লালমনিরহাট)।
×