ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল আইন পাস না করার আহ্বান সিপিজের

প্রকাশিত: ০৮:২২, ২৬ আগস্ট ২০১৬

ডিজিটাল আইন পাস না করার আহ্বান সিপিজের

বিডিনিউজ ॥ বাংলাদেশে সরকার অনুমোদিত ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস না করতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সিপিজে। মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি এবং সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠনটি আশঙ্কা করছে, এই আইনটি সরকার তার সমালোচনার পথ বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। গত ২২ আগস্ট মন্ত্রিসভা বিভিন্ন ধরনের সাইবার অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করে। সিপিজের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এই আইনের বিষয়ে বলা হয়, সন্ত্রাসবাদী প্রচার দমন কিংবা স্থিতিশীলতা রক্ষার উদ্দেশের কথা বলা হলেও আইনটি কর্তৃপক্ষের সমালোচনা কিংবা যা তাদের জন্য বিব্রতকর, তা বন্ধের সুযোগ তৈরি করবে। সংগঠনটি মনে করছে, অনলাইন কনটেন্টের বিষয়ে দণ্ডবিধি প্রয়োগ অনলাইন সাংবাদিকতার সাধারণ চর্চাকেও অপরাধ হিসেবে বিচারের সুযোগ তৈরি করা হয়েছে প্রস্তাবিত আইনে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সিপিজের জ্যেষ্ঠ প্রতিনিধি শন ক্রিসপিনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, যদি এই আইনটি পাস হয়, তা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ওপর প্রভাব ফেলবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিক আইনে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তাতে নির্দোষ সমালোচনাও সাইবার ক্রাইম হিসেবে ধরে নেয়ার সুযোগ তৈরি করেছে। আমরা পার্লামেন্টের কাছে জোরাল আহ্বান জানাব, তারা যেন এই আইনটি পাস না করেন। সেই সঙ্গে মুক্ত সাংবাদিকতা এবং মত প্রকাশের সুযোগের অন্তরায় হয়, এমন কোন আইন ভবিষ্যতে যেন না হয়, তা তারা নিশ্চিত করবেন।
×