ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন বিদেশী মহিলা ফুটবল দল বাংলাদেশে

প্রকাশিত: ০৮:২১, ২৬ আগস্ট ২০১৬

তিন বিদেশী মহিলা ফুটবল দল বাংলাদেশে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এএফসি অনুর্ধ-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স’ ‘সি’ গ্রুপের খেলা হবে (এই গ্রুপ থেকে শীর্ষ দলটি যাবে মূলপর্বে)। এতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয় দল। বুধবার বিমানযোগে ঢাকা এসেছে ইরান ও কিরঘিজস্তান ফুটবল দল। দুই দলই বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বৃহস্পতিবার এসেছে সিঙ্গাপুর দল। রাত দশটায় আসে সংযুক্ত আরব আমিরাত দল। রাত দেড়টায় চায়নিজ তাইপে দলের বিমানযোগে ঢাকা অবতরণের কথা ছিল। বাংলাদেশের ম্যাচগুলো হচ্ছে : ইরান (২৭ আগস্ট), সিঙ্গাপুর (২৯ আগস্ট), কিরঘিজস্তান (৩০ আগস্ট), চাইনিজ তাইপে (৩ সেপ্টেম্বর) এবং আরব আমিরাত (৫ সেপ্টেম্বর)। শেষের ম্যাচটি হবে সকাল এগারোটায়। বাকি ম্যাচগুলো হবে সন্ধ্যা ছয়টায়। প্রতিটি ম্যাচই বিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।
×