ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ

শেখ রাসেলের আক্ষেপের হার

প্রকাশিত: ০৮:২০, ২৬ আগস্ট ২০১৬

শেখ রাসেলের আক্ষেপের হার

স্পোর্টস রিপোর্টার ॥ জিতলে তো কোন কথাই নেই। আবার ০-০ বাদে যেকোন স্কোরলাইনেই ড্র করতে পারলে বাছাইপর্বে খেলার টিকেট মিলবে। এমন সমীকরণে ম্যাচ জিততে পারল না শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। আরও আক্ষেপ আছে। ম্যাচে পেনাল্টি মিস না করলে হয়ত ড্র করে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারত। ভুটানের থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে এএফসি কাপের প্লে অফ ম্যাচে বৃহস্পতিবার ভুটানী ক্লাব এফসি টারটনের কাছে ৪-৩ গোলে হেরে যায় রাসেল। ফলে এই আসর থেকে বিদায় ঘটল তাদের। ম্যাচে প্রথমার্ধেই ৪-১ গোলে পিছিয়ে পড়ে রাসেল ক্রীড় চক্র। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল শোধ করে তারা। প্রতিপক্ষই আর কোন গোল করতে পারেনি। রাসেলের হয়ে জোড়া গোল করেন জঁ জুলস ইকাঙ্গা। অপর গোলটি করেন শাখাওয়াত হোসেন রনি। আর টারটনের চেনচো গাইয়েলতসেন জোড়া গোল করেন। একটি করে গোল করেন তেনজিন দরজি এবং টি শেরিং ওয়াংডি। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি জাতীয় দলের ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি। বক্সের মধ্যে মোহাম্মদ ইব্রাহিমকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। বাকি সময়টায় আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ করতে না পেরে হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। এর আগে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপির টাটুং এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে রাসেল।
×