ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছবির গল্প

প্রকাশিত: ০৬:৫১, ২৬ আগস্ট ২০১৬

ছবির গল্প

দুর্ঘটনা প্রতিরোধে হেডফোন! হেডফোনে গান শোনার সময় আশপাশের গাড়ির হর্ন শুনতে না পারায় প্রায়ই দুর্ঘটনায় পড়ে সাইকেলচালকরা। সমস্যার সমাধান দেবে ‘লিংন্স’। ওয়্যারলেস সুবিধার স্মার্ট হেডফোনটির স্ট্র্যাপ বা বেল্টে স্পিকার থাকায় গান শোনার পাশাপাশি আশপাশের শব্দ শোনা যাবে। চাইলে ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে মোবাইল ফোনে কথাও বলা যাবে। সাইকেলের হ্যান্ডেলে থাকা ডিভাইসের সাহায্যেই স্পিকারের শব্দ নিয়ন্ত্রণসহ গান পরিবর্তন করা যাবে। দাম ৯৮ ডলার। সূত্র : ডেইলি মিরর পিৎজা বানাবে ডুঅরো মানুষের মতোই হাত দিয়ে ‘পিৎজা’ বা ‘সুশি’ বানাতে পারে ‘ডুঅরো’। কাওয়াসাকির তৈরি মোশন-প্রযুক্তির রোবটটি যে কোন ব্যক্তির পোর্ট্রেটও আঁকতে পারে। জাপানের এক প্রদর্শনীতে দেখা মিলেছে রোবট শেফটির। পোর্ট্রেট আঁকবে ড্রোন উড়ে উড়ে নির্দিষ্ট ব্যক্তির পোর্ট্রেট আঁকতে পারে ড্রোনটি। তবে রংতুলি দিয়ে নয়, বিশেষ ধরনের কৃত্রিম বাহুতে কালিযুক্ত স্পঞ্জের সাহায্যে ডট চিহ্ন তৈরি করে নির্দিষ্ট ব্যক্তির চেহারা আঁকতে পারে মোশন সেন্সর প্রযুক্তি সুবিধার চিত্রশিল্পী ড্রোনটি। ড্রোনটিতে ব্যবহৃত বিশেষ ধরনের এ্যালগারিদম পদ্ধতিটির উদ্ভাবন করেছেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
×