ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শনিবার মাঠে ফিরছেন রোনাল্ডো?

প্রকাশিত: ০৬:৪৭, ২৬ আগস্ট ২০১৬

শনিবার মাঠে ফিরছেন রোনাল্ডো?

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে আছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে কারণে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা সুপার কাপ ও লা লিগার প্রথম ম্যাচ। তবে শনিবারই হয়ত মাঠে ফিরছেন সময়ের অন্যতম সেরা এই তারকা। এজন্য কঠোর পরিশ্রমও করে চলেছেন। রিয়ালের অনুশীলন স্থান ভালডেবেবাসে বুধবার অনুশীলন করেন রোনাল্ডো। সেখানে তাকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে। এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে রোনাল্ডো মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকার কথা জানান। একটি ভিডিও দিয়ে রোনাল্ডো তার পাশে লেখেন, ভাল মনে হচ্ছে। শীঘ্রই আমি ফিরব। গত ১০ জুলাই ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনাল ম্যাচ খেলার সময় হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়েন সি আর সেভেন। ওই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জয় করে পর্তুগাল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে রিয়ালের লা লিগার নতুন মৌসুম শুরু করা ম্যাচে খেলেননি রোনাল্ডো। তবে শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে সাবেক ফিফা সেরা তারকার। এর আগেই হয়ত মধুর আরেকটি প্রাপ্তি পেয়ে গেছেন তিনি। বৃহস্পতিবার রাতেই ঘোষণা করা হয়েছে ২০১৬ সালের ইউরোপের বর্ষসেরা ফুটবলারের নাম। সেখানে রোনাল্ডোর সেরা হওয়ার সম্ভাবনাই বেশি। এবারের ইউরোপ সেরা এ্যাওয়ার্ডে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব সতীর্থ গ্যারেথ বেল ও এ্যান্টোনিও গ্রিজম্যান। লিওনেল মেসি এবার সেরা তিনেই জায়গা পাননি। এর আগে শোনা গিয়েছিল, ১১ সেপ্টেম্বর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেন রোনাল্ডো। কিন্তু চোট দ্রুত সেরে ওঠায় আরও আগেই দলের সেরা তারকাকে ময়দানী লড়াইয়ে পাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
×