ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এতটাই ঘৃণ্য কাজ করেছে বিসিসিআই নির্বাচকরা!

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ আগস্ট ২০১৬

এতটাই ঘৃণ্য কাজ করেছে বিসিসিআই নির্বাচকরা!

স্পোর্টস রিপোর্টার ॥ তরুণ ক্রিকেটারদের মায়েরা নির্বাচকদের সঙ্গে বিছানায় যেতে বাধ্য হয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের নতুন কেলেঙ্কারির এমন তথ্যই দিল লোধা কমিটি। এতে করে এতটাই ঘৃণ্য কাজ করেছে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকরা! সবার কণ্ঠে এখন বিস্মিত সুরই বাজছে। ভারতীয় ক্রিকেটের নতুন কেলেঙ্কারির তথ্য দিল লোধা কমিটি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দুর্নীতি আর অনিয়ম তদন্তের দায়িত্বে থাকা এই কমিটি জানাচ্ছে, ক্রিকেটার নির্বাচনে ক্রিকেটারদের মায়েদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছিল নির্বাচকরা! গত ৯ আগস্ট বিসিসিআইয়ের সঙ্গে লোধা কমিটির বৈঠক হয়। সেখানে ভারতীয় বোর্ডের নির্বাচকদের ধুয়ে দিয়েছিলেন লোধা কমিটির সচিব গোপাল শঙ্করনারায়ণ। সেদিন ভারতীয় সরকারে সংসদীয় সভা থাকায় বোর্ডের বৈঠকে ছিলেন না সভাপতি অনুরাগ ঠাকুর। তবে, গোপাল শঙ্করনারায়ণের বক্তব্যের কপি তাকে মেইল করা হয়। আর সেই মেইলটা উদ্ধার করেছে শীর্ষস্থানীয় ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস। সেখান থেকে জানা যায়, সেদিন মানে গত নয় আগস্ট শঙ্করনারায়ণ বলেছিলেন, ‘তরুণ উচ্চাকাক্সক্ষী ক্রিকেটারদের মায়েরা নির্বাচকদের সঙ্গে বিছানায় যেতে বাধ্য হয়েছিলেন, যেন তাদের ছেলেদের দলে জায়গা দেয়া হয়।’ শঙ্করনারায়ণের দাবি, এসব ঘটনার সবকিছু জানত বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারপরও এমন ঘৃণিত অনিয়মের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বোর্ড। তবে, নির্বাচকদের অনৈতিক সুবিধা নেয়ার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিসিসিআই অনুরাগ ঠাকুর এবং সেক্রেটারি অজয় শিরকে। উল্টো ক্ষোভ প্রকাশ করেছেন লোধা কমিটির এমন অভিযোগে। শিরকে বললেন, ‘বিসিসিআইয়ের সাবেক ও বর্তমান নির্বাচকদের উপর লোধা কমিটির সেক্রেটারির আনা অভিযোগে এতটাই ক্ষুব্ধ ও কষ্ট পেয়েছি যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম।’ এর আগে বিসিসিআই ও লোধা কমিটির বৈঠক বসে গত ৯ আগস্ট। এর পরপরই এমন অভিযোগ সামনে আসার পর ফের বৈঠক ডেকেছে লোধা কমিটি। সর্বশেষ বৈঠকে অনুপস্থিত থাকা অনুরাগ ঠাকুর ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য বৈঠকে তিনি থাকবেন বলে নিশ্চিত করেছেন।
×