ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার আসছে ‘গাজী টায়ারস ক্রিকেটার্স হান্ট’

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ আগস্ট ২০১৬

এবার আসছে ‘গাজী টায়ারস ক্রিকেটার্স হান্ট’

স্পোর্টস রিপোর্টার ॥ তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে এবার আসছে ‘গাজী টায়ারস্ ক্রিকেটার্স হান্ট’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে অংশীদারীত্বের মাধ্যমে গাজী টায়ারস্ দেশব্যাপী ক্রিকেট প্রতিভা খুঁজে বের করার এক অনন্য উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার ‘গাজী টায়ারস্ ক্রিকেটার্স হান্ট’ শীর্ষক এক কর্মসূচীর উদ্বোধন করা হয়। সারাদেশ থেকে নতুন প্রজন্মের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে কর্মসূচীটি হাতে নেয়া হয়েছে। গাজী গ্রুপের সার্বিক সহযোগিতায়, গাজী গ্রুপ ক্রিকেটার্স পরিচালিত এ কর্মসূচী সম্প্রচার করা হবে মিডিয়া পার্টনার জিটিভি তে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে কর্মসূচীটি চালুর ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘গাজী টায়ারস্ ক্রিকেটার্স হান্ট’ শীর্ষক এ কর্মসূচী শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। যা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এটি পরিচালিত হবে দেশের ৮ জেলায়। এ কর্মসূচীতে অংশ নিতে আগ্রহীরা বৃহস্পতিবার থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন বা নিবন্ধনের ফরম পাচ্ছেন। রেজিস্ট্রেশন বা নিবন্ধন ফরম পাওয়া যাবে গাজী টায়ারস্রে ফেসবুক পেইজ িি.িভধপবনড়ড়শ.পড়স/ এধুরঞুৎবংইউ এ। স্পট রেজিস্ট্রেশন বা তাৎক্ষণিকভাবে নিবন্ধন এর ব্যবস্থাও থাকছে। এ কর্মসূচীর মাধ্যমে সেই সব তরুণ ক্রিকেটারদের বাছাই করা হবে যাদের বয়স ১৫ বছর বা তার বেশি এবং যারা এর আগে ঢাকায় কোন লীগ পর্যায়ে ক্রিকেট খেলে নাই। কর্মসূচীটির আওতায় সারাদেশ থেকে ৬০-৮০ জন নতুন ক্রিকেটার বাছাই করে আনা হবে। তৃণমূল পর্যায় থেকে তুলে আনা এসব নতুন ক্রিকেটারদের প্রশিক্ষণ-নির্দেশনা দেবেন সাবেক জাতীয় ক্রিকেটার এবং কোচরা। যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) । এদের মধ্য থেকে চূড়ান্তভাবে ২০-২৫ জনকে নির্বাচন করা হবে। এরপর তাদের প্রশিক্ষণ দিতে ও যোগ্য ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে ৪ বছরের একটি চুক্তির আওতায় নেয়া হবে। যেখানে তাদের ট্রেনিং এবং গ্রুপিং করানো হবে। এছাড়াও তাদের ১ বছরের জন্য ‘গোলাম দস্তগীর গাজী ক্রিকেট স্কলারশিপ’ প্রদান করা হবে। ক্রিকেট কিটস সেট উপহার দেয়া হবে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডিরেক্টর অব কোচিং মোহাম্মদ সালাহ উদ্দীনসহ সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচরা এসব নতুন ক্রিকেটারদের বাছাই করার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়া, গাজী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এম সালাউদ্দিন চৌধুরী, গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডিরেক্টর অব কোচিং মোহাম্মদ সালাউদ্দিন ও জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ উপস্থিত ছিলেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডিরেক্টর অব কোচিং মোহাম্মদ সালাউদ্দিন তার বক্তব্যে বলেন, ‘আমরা পরবর্তী সাকিব-তামিম-মাশরাফিদের দেখার অপেক্ষায় আছি। আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এমন কিছু খেলোয়াড় বের করবো যারা আসলে স্বপ্ন দেখতে পছন্দ করে। আমরা সাধারণ কোন প্রতিভার পেছনে ছুটবো না। আমরা তাদের পেছনেই ছুটব যাদের স্বপ্নটা আকাশ ছোঁয়া। ছেলেরা যদি স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখানোর পথটা যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।’ ভবিষ্যত তারকা বেন প্রাউড স্পোর্টস রিপোর্টার ॥ নামের মধ্যেই আছে গর্বিত হওয়ার মতো ব্যাপার। ব্রিটিশ পুরুষ সাঁতারু বেন প্রাউড। আগামী টোকিও অলিম্পিকে ঝড় তুলতে পারেন সুইমিংপুলে। ২১ বছর বয়সী, ৬ ফুট আড়াই ইঞ্চি এবং ৯২ কেজির অধিকারী বেনের সাঁতারে হাতেখড়ি তার ১১ বছর বয়সে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ পর্যন্ত জিতেছেন ৩ সোনা এবং ৪ তাম্রপদক। স্বর্ণ জিতেছেন ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসের ৫০ মিটার বাটারফ্লাই এবং ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ও ২০১৪ সালে বার্লিনে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৪ গুণিতক ১০০ মিটার মিডলেতে।
×