ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির অবসর ছিল সাজানো নাটক!

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ আগস্ট ২০১৬

মেসির অবসর ছিল সাজানো নাটক!

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির অবসর ও ফিরে আসা নিয়ে কম নাটক হচ্ছে না। আর্জেন্টিনার জার্সিতে টানা ব্যর্থতার কারণে গত জুনে অবসর নিয়েছিলেন মেসি। তখন থেকেই মেসিকে ফেরাতে মরিয়া ছিলেন অনেকে। অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টে জাতীয় দলে ফিরেছেন বার্সিলোনা তারকা। এরপর থেকে অনেক ধরনের কথা চাউর হচ্ছে মেসিকে নিয়ে। পক্ষে-বিপক্ষে অনেক মত আসছে। বেশিরভাগই মেসির ফিরে আসাকে স্বাগত জানালেও নিন্দুকেরা বসে নেই। তারা ঠিকই সমালোচনা করে চলেছেন। এসব অবশ্য পাত্তা দিচ্ছিলেন না মেসি ও আর্জেন্টাইন নতুন কোচ এডগার্ডো বাউজা। তবে এবার আর বোধ হয় শেষরক্ষা হলো না মেসির! আবারও যে মেসিকে অপমান করে বক্তব্য দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর বৃহস্পতিবার এক সাক্ষাতকারে জানিয়েছেন, মেসির অবসর ছিল সাজানো নাটক। মেসি অবসর নেয়ার পর ম্যারাডোনা বলেছিলেন, সে হয়ত আর ফিরে আসবে না। মেসির সঙ্গে কথা বলতে নতুন কোচ বাউজা যখন স্পেনে যান তখন ম্যারাডোনা বলেছিলেন, এই বোঝানোয় কোন কাজ হবে না। মেসি আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন না বলেই মনে করেছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এ তারকা। তখন তিনি অন্যভাবে মেসিকে বিদ্ধ করেন। মেসির দুর্বল নেতৃত্বের কারণে নাকি সর্বশেষ তিন ফাইনালে আর্জেন্টিনা হেরেছে। আর এই নেতৃত্বের ব্যর্থতার কারণেই মেসি অবসর নিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন ৫৫ বছর বয়সী ম্যারাডোনা। আর্জেন্টিনার ধারাবাহিক ব্যর্থতার জন্য অধিনায়ক মেসিকে দুষে ম্যারাডোন বলেছিলেন, আমাদের জন্য খুবই দুঃখজনক খবর। আমাদের রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ শঙ্কায় পড়েছে। নেতৃত্বের কারণেই দলের এই অবস্থা। আমি জীবনে এমন দুর্বল নেতৃত্ব দেখিনি। আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ) কেন এমন কাজ করল যাতে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেল। মেসি সিদ্ধান্ত পাল্টে জাতীয় দলে ফেরার পর ম্যারাডোনা আরও কড়া ভাষায় সমালোচনা করলেন। বিপদের সময় কচ্ছপ যেমন খোলসের মধ্যে ঢুকে পড়ে, মেসিও তাই করেছিলেন বলে মন্তব্য করে ম্যারাডোনা বলেন, নিশ্চিত করে বলত পারব না মেসি আমাদের টানা তিনটি ফাইনালের দুঃখ থেকে দৃষ্টি সরাতে খানিকটা নাটক করেছিল কিনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আরও বলেন, আমরা আর ব্রাজিলের ফুটবল একইভাবে ধ্বংস হচ্ছি। বরাবরের মতো ম্যারাডোনা আর্জেন্টিনার ফুটবল সংস্থাকেও ধুয়ে দিয়েছেন। সুবিধাভোগী কর্মকর্তাদের দিয়ে আর্জেন্টিনার ফুটবলের কিছু উন্নতি হবে বলে মনে করেন না তিনি। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার চেয়ে তারা নাকি ফিফার পদ পেতে বেশি আগ্রহী। এদিকে আর্জেন্টিনার নতুন কোচ বাউজা মেসির সঙ্গে সাক্ষাত করতে স্পেনে যাওয়া নিয়ে কথা বলেছেন। তিনি ব্যাখ্যা দিয়েছেন মেসির সঙ্গে আসলে কি হয়েছিল। বাউজা বলেন, আমি মেসির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, তাকে রাজি করাতে নয়। ফুটবল নিয়ে আমরা প্রায় দুই ঘণ্টা কথা বলি এবং স্বাভাবিকভাবেই তা থেকে বেরিয়ে আসে যে সে হয়ত দলে থাকবে। আর্জেন্টিনা কোচ বলেন, আমি তাকে বলেছি যে আর্জেন্টিনায় ১০০ আহাম্মক আছে, যারা কথা বলে আর সমালোচনা করে। আমি তাকে বলেছি যে মানুষ বেশি চায় এবং তুমি যদি সমালোচনা করা ১০০ আহাম্মকের কথা শোন, তুমি পাগল হয়ে যাবে। এসব কথা বলার পরই মেসি তার মত বদলায় বলে জানান আর্জেন্টাইন কোচ।
×