ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একই সেলফিতে পাঁচ কিংবদন্তি

প্রকাশিত: ০৬:৪১, ২৬ আগস্ট ২০১৬

একই সেলফিতে পাঁচ কিংবদন্তি

স্পোর্টস রিপোর্টার ॥ একই সেলফিতে ৬০ গ্র্যান্ডসøামজয়ী! অবিশ্বাস্যই মনে হতে পারে! তবে ইতিহাসের বিরল এই মুহূর্তও দেখে ফেলল বিশ্ব। বুধবার আমেরিকার, নিউ ইয়র্ক সিটিতে একত্রিত হয়েছিলেন টেনিস ইতিহাসের জীবন্ত পাঁচ কিংবদন্তি। তারা হলেন, রড লেভার, বিয়ন বোর্গ, জন ম্যাকেনরো, রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার। আর সেখানেই স্টিকের সৌজন্যে তাদের একত্রিত হওয়ার স্মৃতিটাকে ফ্রেমে বাঁধাই করে রাখার মতো সেলফিটি তুলেন ফেড এক্সপ্রেস। এদিনই ঘোষণা করা হয় রড লেভার কাপ টুর্নামেন্টের। অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি রড লেভারের নামানুসারেই যার নামকরণ। আগামী ২০১৭ সালের ২২ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টেনিসের নতুন সংস্করণের এই টুর্নামেন্ট। যেখানে ইউরোপের টেনিস তারকারা ছাড়াও বিশ্ব র?্যাঙ্কিংয়ের অনেক নামীদামী খেলোয়াড়রাও অংশ নেবেন। তবে টেনিসপ্রেমীদের জন্য সবচেয়ে মজার খবর হলো লেভার কাপে একত্রে খেলবেন রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার। টেনিস কোর্টে একে অন্যের ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হিসেবেই তাদের দেখে অভ্যস্ত গোটা বিশ্ব। এবার জুটি বেঁধে কোর্টে নামছেন বর্তমান টেনিসের দুই কিংবদন্তি খেলোয়াড় রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। বিশ্বের অন্যতম সেরা এই দুই টেনিস খেলোয়াড় একই সঙ্গে কোর্টে নামবেন লেভার কাপের উদ্বোধনী আসরে। দুজনকেই উচ্ছ্বাস ছুঁয়ে যাওয়াটা স্বাভাবিক। সুইস কিংবদন্তি ফেড এক্সপ্রেসের সঙ্গে খেলার বিষয়ে অন্যরকম উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে রাফায়েল নাদাল বলেন, ‘রজারের সঙ্গে একই দলে খেলা জীবনের জন্য বিশেষ কিছু। আমরা ক্যারিয়ারের সব টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী ছিলাম। কিন্তু একই দলে খেলতে যেন কিছুইতে তর সইছে না আমার। এ বিষয়টি ভেবেই আমি খুব রোমাঞ্চিত।’ সদ্যসমাপ্ত রিও অলিম্পিকের দ্বৈতে স্বর্ণ জিতেছেন নাদাল। কিন্তু পুরুষ এককের সেমিফাইনাল থেকেই ছিটকে পড়েন তিনি। রিওর পর স্প্যানিশ টেনিস তারকার দৃষ্টি শুধুই ইউএস ওপেনে। এদিকে নাদালের সঙ্গে একত্রে খেলার বিষয়ে ফেদেরার বলেন, ‘আমার মতে, অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে। আমি নাদালের সঙ্গে একই দলে খেলব এটা দারুণ এক অনুভূতি। আসলে এটা থেকে শুধু আনন্দই নেয়া হবে। আমি তাকে বলব শুধু খেলে যাও আর কিছু ভেব না।’ গত দেড় দশকে টেনিসের এই দুই তারকা মুখোমুখি হয়েছেন ৩৪ বার। এর মধ্যে ২১ বারই খেলেছেন ফাইনালে। তবে এবারই প্রথম এক সঙ্গে জুটি বাঁধছেন তারা। দারুণ এই টুর্নামেন্টের নাম ঘোষণা করতে পেরেই যেন দারুণ রোমাঞ্চিত অস্ট্রেলিয়ান কিংবদন্তি রড লেভার। ১৯৬৪ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার অবিস্মরণীয় কীর্তিও তার দখলে। এমন ফরম্যাটের এক টুর্নামেন্ট আয়োজন করে দারুণ রোমাঞ্চের কথাই জানান তিনি, ‘এই ফরম্যাট নিয়ে আমি খুবই রোমাঞ্চিত সেইসঙ্গে সম্মানিতও। এর মাধ্যমে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়রাই এখানে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন।’ এই উচ্ছ্বাস ছোঁয়ে গেছে বিয়ন বোর্গ এবং জন ম্যাকেনরোর হৃদয়কেও।
×