ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ১৪

প্রকাশিত: ০৬:৩২, ২৬ আগস্ট ২০১৬

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ১৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মাগুরায় বাবা-মেয়ে নিহত ও মা আহত হয়েছেন। এছাড়া খাগড়াছড়ি ও হবিগঞ্জে তিনজন করে এবং রাজশাহী, দিনাজপুর, মুন্সীগঞ্জে এক, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর ও টাঙ্গাইলে একজন করে নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাগুরা ॥ বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় বাবা সঞ্জয় দাস (৩৫), মেয়ে তৃষা দাস (৫) নিহত ও মা তৃপ্তি দাস গুরুতর আত হয়েছেন। মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের শালিখার আড়পাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি ঝিনাইদহ সদরের কুলবাড়ি গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় মা তৃপ্তি দাসকে প্রথমে মাগুরা এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, যশোরের ঝিকরগাছায় জাগরণী চক্র ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরিরত সঞ্জয় দাস নিজবাড়ি থেকে স্ত্রী তৃপ্তি দাস ও মেয়ে তৃষা দাসকে নিয়ে মোটরসাইকেলে শালিখা উপজেলার আড়পাড়া তালখড়ি গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে সকাল ১০টার দিকে আড়পাড়া পোড়াগাছী ব্র্যাক অফিসের কাছে পৌঁছলে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক সঞ্জয় দাস ও তার মেয়ে তৃষাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদের গাড়ি উল্টে তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সুদুরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাটনাতলী থেকে সুদুরখীলগামী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে গেলে ঘটনাস্থলে কমলাপতি ত্রিপুরা (৪৫) ও অঞ্জনা ত্রিপুরা (২০) মারা যান। আহত ২৩ জনকে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আরও একজন মারা যান। হবিগঞ্জ ॥ ওরস থেকে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার রুস্তমপুরে টোলপ্লাজা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ঢাকার মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা নুরজাহান বেগম (৩৯) ও অজ্ঞাত আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, হযরত শাহজালাল মাজার শরীফের ওরসে অংশ নিতে ঢাকা থেকে বাসভাড়া করে সিলেটে এসেছিলেন ঢাকার কতিপয় নারী-পুরুষ। ওরস শেষে ঢাকায় রওনা হলে পথে বুধবার রাত পৌনে ১১টার দিকে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই নূরজাহান বেগমসহ আরও দুই পুরুষ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন নারীসহ ২০ জন। রাজশাহী ॥ মহানগরীতে বাসের ধাক্কায় মমিনা আখতার জাহান (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী নগরীর আহম্মদনগর এলাকার আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, শালবাগান এলাকায় ওই নারী সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দিনাজপুর ॥ ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুমন রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সুমন রায় দিনাজপুর সদর কোতোয়ালি থানার রাজাপুকুর গ্রামের ধিরু রায়ের পুত্র। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের বাজিতপুর মোড়ে মোটরসাইকেল আরোহী দিনাজপুর থেকে ফুলবাড়ী আসার পথে একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। কিশোরগঞ্জ ॥ বাসের ধাক্কায় জালাল মিয়া (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নীলগঞ্জ এলাকার আব্দুস ছামাদের ছেলে। বুধবার রাতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাদুল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর ॥ রামগতিতে যাত্রীবাহী বাসচাপায় মোঃ ইকবাল হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের চরসেকান্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল চরডাক্তার গ্রামের (সুজন গ্রাম) মৃত সাইদুল হকের ছেলে এবং মধ্য চরডাক্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। টাঙ্গাইল ॥ ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুরে বুধবার রাতে সুভাষ চন্দ্র (৬০) নামে এক পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঘাটাইল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরিপুর নামক স্থানে ময়মনসিংহগামী একটি ট্রাক সুভাষ চন্দ্রকে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী বৃদ্ধা (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
×