ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

প্রকাশিত: ০৬:৩১, ২৬ আগস্ট ২০১৬

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২৫ আগস্ট ॥ রাঙ্গুনিয়ার পূর্ব সৈয়দ বাড়ি যুব উন্নয়ন ক্লাবের জায়গা দখলে নেয়ার সময় জামায়াত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে। এছাড়া ক্লাবের টেলিভিশন, অন্যান্য মালামাল তছনছ এবং ১টি ল্যাপটপ লুটে নিয়ে গেছে তার লোকজন। বৃহস্পতিবার সকালে উপজেলার মরিয়মনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের “পূর্ব সৈয়দ বাড়ি যুব উন্নয়ন ক্লাব”নামের একটি অফিসে মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামায়াত সদস্য মোহাম্মদ শাহেদের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠিসোটা, কিরিচ, লোহার রড ও দেশী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান বলেন, জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ জামায়াত কর্মীর নেতৃত্বে একদল লোক প্রবাসী নিজাম উদ্দিনের মালিকানাধীন ক্লাবের অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যাপক ভাংচুর করে। ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৫ আগস্ট ॥ শৈলকুপা ও কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো, শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের সেলিমুল ইসলামের ছেলে শিশু আলিমুল ইসলাম (৬) ও কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মাসুদ রানার ছেলে শিশু সাজ্জাদ হোসেন (৪)। জানা গেছে, শৈলকুপার শিশু আলিমুল ইসলাম মাদলা আশ্রয় কেন্দ্রে মামা হবিবর রহমানের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ ছিল। পরে আশ্রয় কেন্দ্রের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। অপর ঘটনায় কালীগঞ্জ শিশু সাজ্জাদ হোসেন সকালে খেলতে খেলতে নিখোঁজ হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির করার পর বাড়ির পাশের একটি ডোবার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কুড়িগ্রামে কিশোর নির্যাতনকারীদের শাস্তি দাবি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে মামা-ভাগ্নে দুই কিশোরকে গাছে বেঁধে অমানুষিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় আট কিলোমিটার হেঁটে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে বাজারে মানববন্ধন করে। এখানে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকে বক্তব্য রাখেন। ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর গ্রামে গত শনিবার বিকেলে এক কিশোরীকে অশালীন কথা বলার অভিযোগে এলাকার ফজলুল হকের ছেলে হেলাল উদ্দিন তার ভাগ্নে আলিমুল ইসলামকে কিশোরীর পিতা আব্দুল কাদের, জেঠা কালাম মিয়া, চাচা শহিদুল ইসলাম ও ভাই পাদু মিয়া ওই দুই কিশোরকে বাড়িতে এনে প্রথমে হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারপিট এবং নির্যাতন করে।
×