ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় দুই নারীর ওপর এ্যাসিড নিক্ষেপ

প্রকাশিত: ০৬:২৫, ২৬ আগস্ট ২০১৬

নেত্রকোনায় দুই নারীর ওপর এ্যাসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ আগস্ট ॥ মদন উপজেলার কাইটাইল গ্রামে বুধবার রাতে দুই নারীর ওপর এ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ্যাসিড দগ্ধরা হচ্ছেন- ওই গ্রামের জানু মিয়ার স্ত্রী নিয়াশা আক্তার (৩৮) ও মৃত মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)। তাদের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ রাত সাড়ে ১০টার দিকে খোলা জানালা দিয়ে তাদের ওপর এ্যাসিড নিক্ষেপ করে। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, কাইটাইল গ্রামের জানু মিয়ার ছেলের সঙ্গে একই গ্রামের আনছু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। আনছু মিয়া এ ব্যাপারে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আহতদের স্বজনরা জানান, ওই ঘটনার জের ধরেই বুধবার রাতে আনছু মিয়ার লোকজন জানু মিয়ার খোলা জানালা দিয়ে ঘরের মধ্যে এ্যাসিড নিক্ষেপ করে। এতে জানু মিয়ার স্ত্রী নিয়াশা আক্তার ও ভাগ্নি মনোয়ারা বেগম এ্যাসিড দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস। ফুলবাড়ী গণআন্দোলনের ১০ বছর পেরিয়ে গেলেও এখনও বাস্তবায়ন হয়নি ফুলবাড়ীবাসীর সঙ্গে সরকারের সম্পাদিত ৬ দফা চুক্তি। ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের প্রতিবাদে এশিয়া এনার্জি নামক একটি বহুজাতিক কোম্পানির ফুলবাড়ীর অফিস ঘেরাও কর্মসূচী পালনে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার দায়িত্বে থাকা বিডিআর সদস্যরা জনতার মিছিলে টিয়ারশেল ও গুলিবর্ষণ করে। এতে তরিকুল ইসলাম, আমিন ও সালেকিন নামে তিন যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন আরও তিন শতাধিক মিছিলকারী। বাবলু রায় নামে একজন চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। এরপর ফুলবাড়ীবাসীর গণআন্দোলনের মুখে তৎকালীন বিএনপি সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ৬ দফা শর্তে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে, যা ফুলবাড়ী ৬ দফা চুক্তি বলে পরিচিত। এরপর থেকে এ দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে আসছে। ৬ দফা চুক্তি বাস্তবায়নের জন্য আজও পৃথকভাবে পৃথক কর্মসূচীতে আন্দোলন করে আসছে সম্মিলিত পেশাজীবী সংগঠন ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি। ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৫ আগস্ট ॥ কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাবে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারে মাঝে এক বান্ডেল করে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আফম বাহউদ্দিন নাছিম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমীনা সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার, পৌর মেয়র এনায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভপিতি ফরিদ সরদার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রুহুল আমীন সুজন। খুলনায় বাঘের চামড়া উদ্ধার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় একটি বাঘের চামড়াসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে কয়রা উপজেলার চটকাতলা গ্রামের আবুল কালামের ঘর থেকে বাঘের চামড়াটিসহ একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়। এর পর অভিযান চালিয়ে আবুল কালাম, সোহরাব হোসেন, শেখ আব্দুর রব, জালাল উদ্দিন, মাছুম বিল্লাহ ও গোলাম রব্বানী নামের ছয়জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কয়রা উপজেলার চটকাতলা গ্রামের আবুল কালামের ঘর থেকে বাঘের চামড়া, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক স্বীকারোক্তিতে বলেছে, উদ্ধারকৃত বাঘের চামড়াটি দেড় মাস আগে বনদস্যুদের নিকট থেকে সংগ্রহ করা হয়। এটি ঢাকায় অবস্থানরত এক নারীর মাধ্যমে অস্ট্রেলিয়ায় এক ক্রেতার কাছে ১৮ লাখ টাকায় বিক্রির জন্য বায়নাপত্র করা হয়েছিল।
×