ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ঝুঁকিপূর্ণ তিন ব্রিজ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৬:২৪, ২৬ আগস্ট ২০১৬

বরিশালে ঝুঁকিপূর্ণ তিন ব্রিজ দুর্ঘটনার আশঙ্কা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ উজিরপুর ও গৌরনদী উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ তিনটি ব্রিজ দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করলেও বিষয়গুলো দেখার যেন কেউ নেই। অথচ ব্রিজগুলো ধসে পড়ে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সূত্রমতে, গৌরনদী উপজেলার টরকী-রাজিহার সড়কের পার্শ্ববর্তী ধানডোবা বাজার সংলগ্ন পশ্চিম পাশে খালের ওপর গত ২৫ বছর পূর্বে এলজিইডির অর্থায়নে নির্মিত আয়রন ব্রিজটি দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ভারিবর্ষণে সোমবার রাতে ধানডোবা বাজারসহ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র ব্রিজটি ধসে পড়ে। এলাকাবাসী জরুরীভিত্তিতে ধসে পড়া ব্রিজটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও কোন সুফল পায়নি। বৃহস্পতিবার সকাল থেকে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেছেন। অপরদিকে একই উপজেলার গৌরনদী-সরিকল সড়কের পার্শ্ববর্তী নলচিড়া ইউনিয়নের গরঙ্গল গ্রামে ব্রিজ দীর্ঘদিন থেকে চলাচলে অনুপযোগী হয়ে পড়লেও বিষয়টি দেখার কেউ নেই। ব্রিজটি সংস্কারের জন্য দীর্ঘদিন থেকে এলজিইডি বিভাগের স্থানীয় কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও কোন সুফল মেলেনি। ব্রিজটি যেকোন সময় ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, উজিরপুর উপজেলার পূর্ব জয়শ্রী এলাকার একটি লোহার আয়রন ব্রিজ ভেঙ্গে যাওয়ার ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছেন শত শত শিক্ষার্থী ও এলাকার সহস্রাধিক মানুষ। পূর্বজয়শ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ আয়রন ব্রিজটির সøাব ভেঙ্গে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছাত্রছাত্রীরা। এছাড়া জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজটি দিয়ে পার্শ¦বর্তী ৫টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে পড়ে থাকা ব্রিজটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তারপরও স্থানীয়রা বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ আগস্ট ॥ বাউফল থানায় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ আইনে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপির চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সরোয়ার হোসেন টিটু বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত কয়েক দিন ধরে কমপ্লেইন বাউফল নামের ফেসবুকের একটি আইডি থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপির চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সরোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে আপত্তিকর ভাষায় স্ট্যাটাস দিয়ে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আসছিল। উল্লেখ্য, এর আগেও বাউফলে আওয়ামী লীগ ও বিএনপিসহ শীর্ষ পর্যায়ের কয়েক নেতার বিরুদ্ধে কয়েকটি ফেসবুকের ফেক আইডি থেকে অপপ্রচার চালানো হয়।
×