ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রান্নার সময় বিস্ফোরণ ঘটতে পারে

৪০ বছরের পুরনো সিলিন্ডারে বিক্রি এলপিজি

প্রকাশিত: ০৬:২৩, ২৬ আগস্ট ২০১৬

৪০ বছরের পুরনো সিলিন্ডারে বিক্রি এলপিজি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ৪০ বছর আগের পুরনো সিলিন্ডারে লিক্যুফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রিফুয়েলিং করে বিক্রি করছে। এসব সিলিন্ডার একেকটি বোমায় পরিণত হয়ে আছে। যে কোন মুহূর্তে বাসাবাড়িতে রান্নার সময় বিস্ফোরণ ঘটতে পারে। সিলিন্ডারগুলো রিটেস্ট করে দেখা হয় না তা ঠিক আছে কি নেই। গত শনিবার বগুড়ায় বিপিসির এলপিজি ডিপোতে ট্রাক থেকে সিলিন্ডার নামানোর সময় ৬/৭টি এলপিজি ভর্তি সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রাকের ৪শ’ সিলিন্ডারে আগুন ধরে বোমার মতো এক কিলোমিটার দূরে ছিটকে পড়ে। এই ঘটনার পর রাজশাহীর বিস্ফোরক পরিদর্শক দল এবং বিপিসি ও জ্বালানি বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনার উচ্চতর কর্মকর্তাগণ বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে ঘটনাস্থল পরিদর্শন করেন। একাধিক সূত্র জানায়, উত্তরাঞ্চলের এই এলপিজি ডিপোর ৮০ শতাংশ সিলিন্ডারে নানা ধরনের ত্রুটি রয়েছে। বিশেষ করে লিকেজ ত্রুটি মারাত্মক। পরিদর্শনের সময়ই দেখা গেছে বেশিরভাগ সিলিন্ডারের মুখে পানি এবং বুদ্বুদ উদগিরিত হতে দেখা যায়। বগুড়ায় এলাপিজি ডিপো প্রতিষ্ঠার পর এখান থেকেই উত্তরের ১৪ জেলায় সাড়ে পাঁচশ জন ডিলারের মাধ্যমে এলপিজি সরবরাহ হয়। প্রতি মাসে কয়েক দফায় অন্তত সাড়ে ৮ হাজার সিলিন্ডার সরবরাহ করা হয় এই ডিপো থেকে। আপৎকালীন মোকাবেলায় প্রতিমাসে ২ হাজার সিলিন্ডার রাখা হয়। প্রত্যেকবার কয়েকটি ট্রাকে ১ হাজার ৮শ’ করে সিলিন্ডার আসে। যা বরাদ্দ দেয় বিপিসি। শনিবারের বিস্ফোরিত সিলিন্ডার সিলেটের গ্যাসফিল্ড থেকে ট্রাকে করে বগুড়া আসছিল। যে ট্রাকে ৩শ’ ৮০টি সিলিন্ডার ছিল সেই ট্রাকেই বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলিন্ডারের ঘর্ষণেই আগুন জ্বেলে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে কেউ হতাহত হয় নি। যারা বিস্ফোরণের পর ঘটনাস্থলে গেছে তারা ট্রাক দেখে ও দূরে ছিটকে পড়া সিলিন্ডারগুলো দেখে ভয়াবহতা অনুমান করতে পেরেছে। ট্রাকটির অবস্থা এমনটি যে পুড়ে দুমড়ে মুচরে ছোট হয়ে গেছে। মনেই হবে না এটা বড় ট্রাক। সিলিন্ডারগুলো যখন উড়ে গিয়ে পড়ে তখন মনে হচ্ছিল বোমা ছুটছে।
×