ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে টানা বৃষ্টি

ফুলচাষীদের ক্ষতি দশ কোটি টাকা

প্রকাশিত: ০৬:২৩, ২৬ আগস্ট ২০১৬

ফুলচাষীদের ক্ষতি দশ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছার গদখালিতে চাষীরা তাদের জমিতে ফসলের পরিবর্তে ফুলের আবাদ করে থাকেন। কৃষি বিভাগের হিসাব মতে ওই অঞ্চলে বছরে প্রায় ২শ’ কোটি টাকার ফুল উৎপাদন হয়ে থাকে। শুধুমাত্র গদখালিতে বছরে ১৫ হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করেন চাষীরা। ফুল বিক্রির টাকায় তাদের জীবনযাপন করতে হয়। কিন্তু গত কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতের কারণে চাষীদের ফুল ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে গদখালির চাষীদের প্রায় ১০ কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার হতে হয়েছে। এর আগে ১০ আগস্ট ভারি বৃষ্টিপাতে তাদের ক্ষতি হয়েছিল। গদখালির সৈয়দপাড়ার আতিয়ার গাজী জানান, এবার তিনি এক একর জমিতে গোলাপের আবাদ করেছিলেন। বৃষ্টিতে তার ক্ষেত পুরোটাই নষ্ট হয়ে গেছে। নটুয়াপাড়ার সাহেব আলী দেড় একর জমিতে আবাদ করেছিলেন গোলাপ আর গ্লাডিউলাস ফুলের। তার বেশিরভাগ জমির ফুল পানি জমে নষ্ট হয়েছে। গদখালি ফুল ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম জানান, যশোর জেলায় সাড়ে ৪ হাজার কৃষক ফুল চাষ করেন। এর মধ্যে ঝিকরগাছা ও গদখালিতে রয়েছেন সাড়ে তিন হাজার ফুল চাষী। এসব চাষীর উৎপাদিত ফুল গদখালির হাটে কেনাবেচা হয়। যা গোটা দেশের মোট ফুলের চাহিদার ৭০ ভাগ ফুল গদখালি থেকে সরবরাহ করা হয়। এসব ফুলের অর্ধেক পাঠানো হয় ঢাকা ও চট্টগ্রামে। বাকি অর্ধেক যায়, উত্তরাঞ্চলের জেলা রংপুর, দিনাজপুর, বগুড়া, গোপালগঞ্জ ও বরিশাল এলাকায়। গত দুই দফার অবিরাম বর্ষণে তাদের অঞ্চলের সব ফুল চাষী কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেতের মধ্যে পানি জমে ফুল পচে যাচ্ছে। আব্দুর রহিম বলেন, গদখালির ফুল চাষীদের উৎপাদিত ফুল সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরেজ স্থাপন জরুরী। অথচ সরকার গদখালিতে না করে যশোরের ঝুমঝুমপুর বিএডিসি কার্যালয়ের মধ্যে করেছে। যেখানে এখানকার চাষীদের যাওয়া সম্ভব না। এ ব্যাপারে যশোর জেলা কৃষি অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এমদাদ হোসেন জানান, যশোরে এক হাজার ৫শ’ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়ে থাকে। কয়েক দিনের টাকা বৃষ্টির কারণে ফুল চাষীদের ক্ষতি হয়েছে। দেলদুয়ারে লেবু চাষীদের তিন কোটি নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, দেলদুয়ার উপজেলায় বন্যায় শুধু লেবু চাষীদের ৩ কোটি টাকার বেশি লোকসান হয়েছে। এতে হতাশায় ভেঙ্গে পড়েছে কৃষকরা। ভবিষ্যতে লেবু চাষে অনীহা প্রকাশ করেছে অনেক চাষী। উপজেলা কৃষি অধিদফতরের তথ্য মতে, শুধুমাত্র দেলদুয়ার উপজেলায় লেবু চাষ হচ্ছে সাড়ে ৯ হেক্টর জমিতে। যার মধ্যে তিনশ’ হেক্টর লেবু বাগান একেবারে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে উপজেলার লাউহাটি ইউনিয়ন, ধলেশ্বরী নদী তীরবর্তী হওয়ায় এ ইউনিয়নে ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি। শুধু লাউহাটি ইউনিয়নে ক্ষতি হয়েছে প্রায় একশ’ হেক্টর জমি। তবে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের পক্ষ হতে সাহায্য, সহযোগিতা এমকি কোন ধরনের পরামর্শ দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন কৃষক। এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কানিছ সুরিয়া সুলতানা জানান, ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে।
×