ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে অর্থের বিনিময়ে গর্ভভাড়া নিষিদ্ধ করতে বিল

প্রকাশিত: ০৬:২২, ২৬ আগস্ট ২০১৬

ভারতে অর্থের বিনিময়ে গর্ভভাড়া নিষিদ্ধ করতে বিল

ভারতের কেন্দ্রীয় সরকার সারোগেসির আড়ালে বেআইনী ব্যবসা বন্ধ করতে সারোগেসী নিয়ে নতুন আইন প্রণয়ন করতে চলেছে। বুধবার সারোগেসি বিলের এই খসড়া সামনে আনল ভারত লোকসভার সরকার। খসড়াটি অনুমোদনের জন্য পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে। খবর এএফপি’র। খসড়া আইনে বলা হয়েছে, টাকার বিনিময়ে মাতৃগর্ভ ভাড়া নেয়া যাবে না। নিঃসন্তান দম্পতি প্রয়োজনে নিকট আত্মীয়দের মধ্যে থেকে সারোগেট মা নির্ধারণ করতে পারেন। তবে কোন মতেই তাতে টাকার লেনদেন করা চলবে না। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল এবং নগদ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এই বিল অনুযায়ী কেউ সারোগেট মা হতে হলে কোনরকম আর্থিক লেনদেন থাকতে পারবে না। শুধু তার যাবতীয় চিকিৎসার খরচ বহন করা যাবে। এছাড়া যিনি সন্তানের জন্য সারোগেসির সাহায্য নিতে চাইছেন তাকে ন্যূনতম ৫ বছর দাম্পত্যজীবন অতিবাহিত করতে হবে এবং বন্ধ্যাত্বের যথাযথ প্রমাণ পেশ করতে হবে। কোন বিদেশী সারোগেট মা হতে পারবেন না এমনকি সেই বিদেশী আত্মীয় হলেও তার সেই অধিকার থাকবে না। সন্ন্যাসীর সৌন্দর্য প্রতিযোগিতা! জাপানে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এ নিয়ে দ্বিতীয়বার ‘সবচেয়ে সুন্দর সন্ন্যাসী প্রতিযোগিতা’র আয়োজন করল দেশটি। কোন নির্দিষ্ট বিচারক ছিল না। দর্শকরা তাদের পছন্দসই সন্ন্যাসী বা সন্ন্যাসিনীকে ভোট দিয়ে শিরোপা জেতার সুযোগ করে দিয়েছেন। মাত্র ৫ জনকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হলেও ২ জন অংশ নিতে পারেননি। - মিরর স্বয়ংক্রিয় ট্যাক্সি চালু সিঙ্গাপুুরে চালু হলো বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্যাক্সি। ‘নুতোনমি’ প্রথম এটি বাজারে জনসাধারণের জন্য নিয়ে এল। প্রত্যেকটি গাড়িতে ছ’সেটের লাইডার, একটি ডিটেকশন সিস্টেম, ড্যাসবোর্ডে দুটি ক্যামেরা থাকবে। যাত্রীরা তাদের স্মার্ট ফোনের সাহায্যে এই সুবিধা ভোগ করতে পারবে। যাত্রীদের স্মাট ফোন থেকেই ট্যাক্সি বুক করা যাবে। ট্যাক্সি বুক করে পাবেন ফ্রি রাইড। মাত্র ৬টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছে কোম্পানি। এটি প্রতিদিন আড়াই মাইল পথ পাড়ি দেবে। - টেকক্রাঞ্চ
×