ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ শীর্ষ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৬:০৪, ২৬ আগস্ট ২০১৬

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ শীর্ষ সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার কামারখন্দ উপজেলায় বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত হয়েছে। নিহতরা হলো- উপজেলার ভারাঙ্গা গ্রামের দশের আলীর ছেলে সানোয়ার হোসেন (৩২) এবং পাবনার চাটমোহর উপজেলার আংকুটিয়া গ্রামের মাজেম ম-লের ছেলে লুৎফর আলী (৫৫)। এরা আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম মিল্টন হত্যা মামলার আসামি। র‌্যাবের অধিনায়ক এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান প্রেসব্রিফিংয়ে বলেন, ‘কয়েকজন সন্ত্রাসী কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য সংঘবদ্ধ হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে উপস্থিত হয়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে এবং তারা পালিয়ে গেলেও কলেজপাড়া এলাকার ব্রিজের কাছে দুই শীর্ষ সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ শাহাবুদ্দিন জানান, বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির এএসআই (নিরস্ত্র) আল মামুন (৪০) ও কনস্টেবল ছামাদ হোসেন (৩০) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, পাইপগান, গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিল্টন হত্যা মামলার চার আসামিকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলো- রেজাউল করিম বালা (৫০), আব্দুর রাজ্জাক শেখ (৪৫), ইউসুফ আলী (৫৫) ও সানোয়ার হোসেন মেম্বর।
×