ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামপালবিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন

প্রকাশিত: ০৬:০৩, ২৬ আগস্ট ২০১৬

রামপালবিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন

স্টাফ রিপোর্টার ॥ রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঘোষিত ‘চল চল ঢাকা চল’ ও মহাসমাবেশ কর্মসূচীর প্রতি সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপির অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে সরকার কেমন আচরণ করে তার ওপর ভিত্তি করে বিএনপি কর্মসূচী ঠিক করবে। রামপাল ইস্যুতে বিএনপি রাজপথে নেমে আন্দোলন করবে কিনা তা নির্ভর করছে সরকারের আচরণের ওপর। আমরা জনগণের পক্ষে আমাদের দাবি তুলে ধরেছি। সরকার কেমন আচরণ করে সেটার ওপর ভিত্তি করেই আন্দোলন কর্মসূচর কথা চিন্তা করব আমরা। তিনি বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার। বিদ্যুত চাহিদা পূরণে আরও বিদ্যুতকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সুন্দরবনের ক্ষতিসাধন করে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ আমরা সমর্থন করতে পারি না। বিদ্যুতকেন্দ্র নির্মাণের বিকল্প জায়গা আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই। ফখরুল বলেন, বিএনপি সবসময় দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে। দেশের স্বার্থবিরোধী কোন কর্মকা- সমর্থন করে না। সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক যে তাপবিদ্যুতকেন্দ্র নির্মাণের কাজ চলছে, সেটি নিঃসন্দেহে দেশ, জাতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। বিষয়টি বুধবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। কিন্তু আওয়ামী লীগ তাদের স্বভাবসুলভ বক্তব্যের মাধ্যমে বিষয়টিকে অন্য দিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। ফখরুল বলেন, মুক্তিযোদ্ধারা আজ ‘স্বাধীনতা যুদ্ধের ঘোষক’ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে শপথ নিয়েছেন, তারা দেশের মুক্তিযুদ্ধের যে চেতনা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত, মানুষের অধিকার প্রতিষ্ঠিত ও মানুষের সামাজিক মূল্যবোধ রক্ষা করবে। তিনি বলেন, রামপালে ওই প্রকল্প এগিয়ে নেয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার হয়েছে। তারা এখন বিভিন্ন রকম কথা বলে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে চাচ্ছে। তাই আমরা মনে করি, এ দেশের মানুষ একমত যে, সরকারের উচিত রামপাল থেকে বিদ্যুতকেন্দ্র প্রকল্প সরিয়ে নেয়া। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ফজলুর রহমান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ। জাতীয় স্বার্থে সুন্দরবন রক্ষা করতে হবে- এমাজউদ্দিন : জাতীয় স্বার্থে সুন্দরবন রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রামপাল বিদ্যুত প্রকল্প এবং সুন্দরবন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এমাজউদ্দিন বলেন, ২০১৪ সালে মস্কোতে এক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভবিষ্যতে দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি করা হবে। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার অর্জনের পর তিনি বলেছিলেন, যত সমস্যাই হোক পরিবেশের ক্ষতি হয় এমন কাজ তিনি করবেন না। তাই তাঁর এ দুটো বক্তব্য স্মরণ করে সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প থেকে সরে আসা উচিত। আয়োজক সংগঠনের সভাপতি আকবার হোসেন ভূঁইয়া নান্টুর সভাপতিতে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ। শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা : জন্মাষ্টমী উপলক্ষে শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত সাড়ে ৮টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার বৃহস্পতিবার জনকণ্ঠকে জানিয়েছেন। উল্লেখ্য, প্রতিবছরই জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। জন্মাষ্টমী উপলক্ষে এবার ইতোমধ্যেই তিনি এক বাণীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শনিবার খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করতে হিন্দু ধর্মের কারা কারা আসছেন সে তালিকা তৈরি করে দলের ক’জন সিনিয়র নেতা ইতোমধ্যেই তাদের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।
×