ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ আগস্ট ২০১৬

ঝলক

বন্ধুহীনতা বিপজ্জনক বন্ধুহীনতা ধূমপানের মতোই বিপজ্জনক। হার্ভার্ডের নয়া গবেষণায় এমন কথাই বলা হয়েছে। গবেষণায় দেখা গেছে, সামাজিক বিচ্ছিন্নতা ও ব্লাড-ক্লটিং প্রোটিনের মাত্রার মধ্যে একটি যোগসূত্র রয়েছে। ব্লাড ক্লটিং প্রোটিন হার্ট এ্যাটাক ও স্ট্রোকের কারণ হয়ে দাঁড়াতে পারে। একাকিত্ব এক ধরনের সংকেত তৈরি করে যাকে চিকিৎসার ভাষায় বলে ‘ফাইট অর ফ্লাইট’, যা ইনজুরি অথবা রক্তক্ষরণের ক্ষেত্রে প্রোটিন ফিব্রিনোজেনের মাত্রা বাড়িয়ে দেয়। অতিরিক্ত ফিব্রিনোজেন দেহের জন্য ক্ষতিকর। এর অতিমাত্রার কারণে রক্তচাপ বাড়তে পারে এবং ধমনীতে চর্বি জমতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা ফিব্রিনোজেনের মাত্রার সঙ্গে কোন ব্যক্তির সামাজিক নেটওয়ার্কে বন্ধুর সংখ্যার তুলনা করেছেন। তারা এ দুটির মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছেন এবং দেখেছেন, সামাজিক নেটওয়ার্কে বন্ধুর সংখ্যা কমে গেলে ব্লাড-ক্লটিং প্রোটিনের (ফিব্রিনোজেন) মাত্রা বেড়েছে। সামাজিক নেটওয়ার্কে যাদের ২৫ জন সঙ্গী আছে তাদের চেয়ে যাদের মাত্র পাঁচজন সঙ্গী আছে তাদের ফিব্রিনোজেনের মাত্রা ২০ শতাংশ বেশি। এই গবেষণা প্রসিডিংস অব রয়্যাল সোসাইটি বি জার্নালে প্রকাশিত হয়েছে। এক গাছে ১৩১ তরমুজ তরমুজ গাছ সাধারণত এক মৌসুমে ১ থেকে ৪টি ফল দেয়। তবে চীনের একটি কৃষি প্রযুক্তি কোম্পানি সম্প্রতি নতুন একটি জাত উদ্ভাবন করেছে যাতে একটি গাছে ১৩১টি তরমুজ ধরেছে এবং নয়া গিনেস রেকর্ড গড়েছে। নয়া এই জাতের নাম ‘ওয়াটারমেলন কিং’। যা এক শ’র বেশি ফল দেয়। ঝেংঝু রিসার্চ সিডলিং টেকনোলজি কোম্পানি উদ্ভাবিত এই জাত মাত্র ৯০ দিনে ১৩১টি ফল দিয়েছে এবং বিশ্বের সবচেয়ে উৎপাদনশীল তরমুজ জাতের স্বীকৃতি পেয়েছে। আসল কথা হলো প্রচলিত জাতের তরমুজ গাছেও শুরুতে অনেক ফল আসে। পরে এগুলোর অধিকাংশ নষ্ট হয়ে যায়। কিন্তু নতুন উদ্ভাবিত জাতের ফল শুকিয়ে যায় না বা নষ্ট হয় না। সংখ্যার বিবেচনায় এই জাত বিস্ময়কর, ফলের আকার ও ওজনের ক্ষেত্রেও কম নয়। এই জাতের তরমুজের গড় ওজন ১০ কিলোগ্রাম, সবচেয়ে ছোটটির ওজন পাঁচ কিলোগ্রাম ও বড়টির ১৯ কিলোগ্রাম। এই তরমুজের কোড নাম ‘তিয়ানলং ১৫০৮’। এর রয়েছে উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এটি বালুকাময় মাটিতেও টিকে থাকতে পারে।
×