ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এনবিআরে তিন কমিশনার ও ১০৬ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

প্রকাশিত: ০৪:৩৩, ২৬ আগস্ট ২০১৬

এনবিআরে তিন কমিশনার ও ১০৬ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজস্ব প্রশাসনে গতিশীলতা, করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি ও ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’র আওতায় তিন কমিশনার, ১০৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও দুইজনকে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। গত বুধবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের কমিশনার মতিউর রহমানকে বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) ঢাকায় বদলি করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার আব্দুল মান্নান শিকদারকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট খুলনায় বদলি করা হয়েছে। এছাড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট খুলনা কমিশনার মো. মাহবুবুজ্জামানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার বদলি করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসেনকে একই কমিশনারেটের কমিশনার পদে দেওয়া হয়েছে চলতি দায়িত্ব। শুল্ক রেয়াত ও প্রত্যপর্ণ পরিদফতর, ঢাকার অতিরিক্ত মহাপরিচালক ওয়াহিদা রহমান চৌধুরীকে এক পরিদফতরের মহাপরিচালক (কমিশনার) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। কর অঞ্চল-১০ ঢাকার উপ-কর কমিশনার মোহাম্মদ শাহাদাত হোসেনকে কর অঞ্চল-১ ঢাকার উপ কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বোর্ডের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩) খান মোঃ রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১০৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অগ্রণী ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম মোহাম্মদ শামস-উল-ইসলাম অদ্য ২৪-৮-২০১৬ তারিখে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে যোগদান করেছেন। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ইতোপূর্বে অগ্রণী ব্যাংকে ২০০৮ সাল থেকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন এবং একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন। তিনি দীর্ঘ সাত বছর অগ্রণী এক্সচেঞ্জ হাউস (প্রাঃ) লিমিটেড, সিঙ্গাপুরের সিইও এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং রেমিটেন্স আহরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। -বিজ্ঞপ্তি
×