ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইর সক্ষমতা বিশ্বমানের

প্রকাশিত: ০৪:২৯, ২৬ আগস্ট ২০১৬

ডিএসইর সক্ষমতা বিশ্বমানের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেছেন, ডিএসইর সক্ষমতা বিশ্বমানের। বিশ্বের যে কোন উন্নত স্টক এক্সচেঞ্জের সঙ্গে ডিএসই তাল মিলিয়ে চলার ক্ষমতা রাখে। মঙ্গলবার সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের ডিএসই পরিদর্শনকালে তিনি এ দাবি করেন। মঙ্গলবার সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএসই পরিদর্শন করে। কেএএম মাজেদুর রহমান বলেন, ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসই বিশ্বের উন্নত স্টক এক্সচেঞ্জসমূহের সঙ্গে আন্তঃযোগাযোগ রেখেছে। এ সংযোগ রক্ষা করে ডিএসই এখন উন্নত স্টক এক্সচেঞ্জগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ওই সব স্টক এক্সচেঞ্জের বিভিন্ন কার্যক্রম থেকে ডিএসই অভিজ্ঞতা অজর্ন করে তা বাস্তবায়ন করছে। নেপালের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পরিচালক মুক্তি নাথ শ্রেষ্ঠ। অন্যদের মধ্যে ছিলেন- সিডিএস এ্যান্ড ক্লিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী দেব প্রকাশ গুপ্ত, নেপাল স্টক এক্সচেঞ্জের সিনিয়র আইটি অফিসার মিসেস নিসা তিমিলসিনা, আইটি অফিসার বিকাশ ঢাকাল ও ফাইন্যান্স এ্যাসিস্ট্যান্ট জুন খাদকা। প্রতিনিধি দলকে বাংলাদেশের পুঁজিবাজার, প্রাইমারি মার্কেট, আইপিওর ক্ষেত্রে ডিএসইর ভূমিকা-ফিক্সড প্রাইস মেথড, বুক বিল্ডিং মেথড, সেকেন্ডারি মার্কেট, ট্রেডিং সিস্টেম, ক্লিয়ারিং এ্যান্ড সেটেলমেন্টসহ বিভিন্ন বিষয়ে অবিহিত করা হয়। প্রতিনিধি দল ডিএসইর সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতাকে নেপালের সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। লেনদেনের অপেক্ষায় ইয়াকিন পলিমার অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও লটারি শেষ হওয়ার পর লেনদেনের অপেক্ষায় রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেডের বিনিয়োগকারীরা। প্রসঙ্গত, কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার এখনো বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়নি। আর এই শেয়ার জমা হওয়ার পরেই দুই স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেবে। এর আগে গত ১০ আগস্ট ইয়াকিন পলিমারের লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত কোম্পানিটির আইপিওর আবেদন জমা নেওয়া হয়। কোম্পানিটি ২ কোটি শেয়ার ইস্যু করে। প্রতি ৫০০ শেয়ারে এর লট। এই হিসেবে আইপিওতে বরাদ্দযোগ্য লট আছে ৪ লাখ। আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ করবে কোম্পানিটি। কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ৪শ’ কোটি টাকার বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংকটি মূলধন টায়ার-২ শর্ত পূরণে বন্ড ইস্যু করবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। লভ্যাংশ পাঠিয়েছে এক্সিম ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এক্সিম ব্যাংক ৩১ ডিসেম্বর,২০১৫ সমাপ্ত হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
×