ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখের কেল্লা সবার মুখে মুখে

প্রকাশিত: ২০:১৭, ২৫ আগস্ট ২০১৬

শেখের কেল্লা সবার মুখে মুখে

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ বিশ্বের মানচিত্রে ঠাঁই পাওয়া সদ্য স্বাধীন সার্বভোম বাংলাদেশের প্রধাণ মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থান কারাগার থেকে মুক্ত হওয়ার পর ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারী সাংগঠনিক জেলা লক্ষ্মীপুরের রামগতি সফর করেনদূর্যোগের সময় সহায় সম্বল নিয়ে মানুষ আশ্রয় নেয়ার জন্য “মুজিব কেল্লা” নামে একটি কেল্লা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে যা শেখের কেল্লা নামে পরিচিত লাভ করে। তৎকালীন কলেজ ছাত্র আব্দুল ওয়াহেদ (বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ) জানান, সেখানে ২১টি পুকুর খনন করা হয়। ২১টি পুকুর পাড়ে ২১০টি অসহায় পরিবাকে পূনর্বাসন করা হয়। উপকূলীয় হাজার হাজার নারী পুরুষ শিশুর উপস্থিতিতে সেদিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।। রামগতির চরবাদামে বর্তমান নাম “পোড়াগাছা শেখের কেল্লা”। এর আগে পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষের মানুষের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ নির্বাচনের পূর্বে দেশের দক্ষিণাঞ্চলে তৎকালীন পাক সরকারের আমলে ভয়াবহ জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ বৃহত্তর নোয়াখালীর অধীন সন্ধীপ, দক্ষিণ হাতিয়া এবং সাংগঠনিক জেলা লক্ষ্মীপুরের উত্তর হাতিয়া (বর্তমান রামগতি ও কলনগর) মানুষের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখার জন্য সফর করেন। সেদিন তিনি দূর্যোগের সময় মানুষ তাদের গরু মৌষ সহায় সম্পদ নিয়ে যেনো আশ্রয় নিতে পারে, সে জন্য রামগতিতে একটি কেল্লা নির্মানের প্রতিশ্রুতি দেন। বঙ্গবন্ধুর আগমনের পর থেকে সে ধান ক্ষেত এলাকার ক্রমেই দৃশ্যপট পাল্টাতে থাকে। তৎকালীন সভায় উপস্থিত একজন দন্ত চিকিৎসক নাম মান্নান বলেন, বঙ্গবন্ধু এখানে এসেছেন। এই এলাকা উন্নত হবে অবশ্যই। এ সুবাধে কম মূল্যে ধানি জমি কিনে নেন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্যে। তার চিন্তায় ঠিকই এখন জেলা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে। জমির মূল্য বেড়েছে কয়েক লাখো গুন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষনা দেয়ার কথা থাকলেও ঘাতকের বুলেটের আঘাতে সেদিনে ঘোষনা আর দেয়া হলো না মহান নেতার। থেমে গেলো সকল উন্নয়ন। স্তব্দ হয়ে গেলো কোটি কোটি বাঙ্গালীর হৃদয়, মহান নেতা বাঙ্গালী জাতির পথ প্রদর্শক জাতির পিতা শেখ মুজিবকে হারিয়ে। মুজিব না থাকলেও রেখে গেছেন রামগতির পোড়াগাছ “শেখের কেল্লা”র মতো সারা দেশে হাজারো নিদর্শন। এটি এখন এলাকার সবার মুখে মুখে “শেখের কেল্লা”।
×