ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম চালকহীন ট্যাক্সি ছুটবে সিঙ্গাপুরে

প্রকাশিত: ২০:০৭, ২৫ আগস্ট ২০১৬

বিশ্বের প্রথম চালকহীন ট্যাক্সি ছুটবে সিঙ্গাপুরে

অনলাইন ডেস্ক॥ বিশ্বের প্রথম চালকহীন স্বয়ংক্রিয় ট্যাক্সি বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করবে সিঙ্গাপুর থেকে৷ যাত্রীরা তাদের স্মার্ট ফোনের সাহায্যে এই স্বয়ংক্রিয় ট্যাক্সির সুবিধা ভোগ করতে পারবেন৷যাত্রীদের তাদের স্মার্ট ফোন থেকে এই ট্যাক্সিটি বুক করতে হবে৷আজ,বৃহস্পতিবার সিঙ্গাপুরে যারা তাদের স্মার্ট ফোন থেকে এই ট্যাক্সিটি বুক করাবেন তারা ফ্রি রাইড পাবেন৷যদিও গুগল ও ভলভোর মতো কোম্পানি কিছু-বছর ধরেই এই ধরনের স্বয়ংক্রিয় গাড়ি চালু করার কথা ভাবচ্ছিল এবং এর পরীক্ষাও চালাচ্ছিল৷ ‘নুতোনমি’ প্রথম এটি বাজারে জনসাধারণের উদ্দেশ্যে নিয়ে এল৷ এই সার্ভিসটি চালু হচ্ছে ছ’টা গাড়ি নিয়ে৷তবে এই বছরের শেষে আরও গাড়ি বাড়ানো হবে বলেও জানিয়েছেন স্বয়ংক্রিয় ট্যাক্সি সফটওয়্যার কোম্পানী৷‘নুতনমি’ র এই ধরনের উদ্যোগের পেছনে মূল কারণ হল সিঙ্গাপুরের ঘন-জনবসতিপূর্ণ রাস্তা থেকে ভিড় কমানো৷ নুতোনমির জানিয়েছেন,এই ধরনের ট্যাক্সি বিশ্বের সব শহর থেকে চালু করার কথা চলছে৷সিঙ্গাপুর থেকে এই ট্যাক্সিটি আড়াই মাইল পথই শুধু যাবে কিছু নির্দিষ্ট পথই রোজ অতিক্রান্ত করবে বলে জানিয়েছেন ‘নুতোনমি’৷‘নুতোনমি’র পক্ষ থেকে সকল যাত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে এই স্বয়ংক্রিয় ট্যাক্সিটির সুবিধা নেওয়ার জন্য৷ট্যাক্সি কোম্পানী জানিয়েছে,ট্যাক্সিটি লঞ্চে সাইন করেছে প্রায় ১২ জন,এই সংখ্যাটা হাজার হবে বলে অনুমান করছে কোম্পানী৷ এই ট্যাক্সিগুলিতে প্রত্যেকটি গাড়িতে ছ’সেটের লাইডার থাকবে,এবং একটি ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হবে যেটি চালকের মতো ট্যাক্সিটিকে নিয়ন্ত্রণ করবে৷ট্যাক্সির ড্যাসবোর্ডে দুটি ক্যামেরা রাখা হবে যেটা রাস্তার ট্রাফিক লাইট নিয়ন্ত্রণ করবে৷ ‘নুতোনমি’র কোম্পানীর চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল লাগনিম্মা বলেছেন এই ধরনের গাড়ি চলাচলের উপযুক্ত জায়গা সিঙ্গাপুর৷কারণ এখানে আবহাওয়াও খুব ভালো এবং তারসঙ্গে ভালো এখানকার পরিকাঠামোও৷অটো সাপ্লায়ার ডেলপি ক্রপ যিনি নিজে এই ধরনের স্বয়ংচালিত গাড়ির সঙ্গে যুক্ত,তিনি বলেছেন তিনি দ্বীপে এই ধরনের স্বয়ং চালিত গাড়ি চালানোর পরীক্ষা চালাচ্ছেন,চেষ্টা করছেন যাতে সামনের বছর চালু করতে পারেন৷
×