ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন চান না বলেই খালেদা রামপাল বিরোধিতায় নেমেছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৯:৩৫, ২৫ আগস্ট ২০১৬

উন্নয়ন চান না বলেই খালেদা রামপাল বিরোধিতায় নেমেছেন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দেশের উন্নয়ন চান না বলেই খালেদা জিয়া রামপাল বিদ্যুত কেন্দ্রের বিরোধিতায় নেমেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, খালেদা জিয়া রামপাল বিদ্যুত প্রকল্প চাইবেন না, এটাই স্বাভাবিক। কারণ তিনি দেশের উন্নয়ন চান না। এই খালেদা জিয়াই দেশের উন্নয়নের জন্য সাহায্য বন্ধের অনুরোধ জানিয়ে বিশ্ব ব্যাংককে চিঠি দিয়েছিলেন। জনগণ এটা মনে রেখেছে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন তিনি সহ্য করতে পারেন না। বুধবার হƒদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ এসটিএম আবু আজমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য করেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, ডাঃ জুলফিকার আলী লেলিন, অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম প্রমুখ। খালেদা জিয়ার সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, আপনি রামপাল বিদ্যুত প্রকল্প বন্ধের আন্দোলনের ডাক দিয়েছেন। ইতোমধ্যে বাংলার মানুষ আপনার আন্দোলন দেখেছে।
×