ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইতালিতে ভূমিকম্পে নিহত ১২০, আমাত্রিস শহর ধ্বংসস্তূপ

প্রকাশিত: ০৯:১৫, ২৫ আগস্ট ২০১৬

ইতালিতে ভূমিকম্পে নিহত ১২০, আমাত্রিস শহর ধ্বংসস্তূপ

জনকণ্ঠ ডেস্ক ॥ ইতালিতে প্রচণ্ড ভূমিকম্পে কমপক্ষে ১২০ জন নিহত এবং ৩৬৮ জন আহত হয়েছে। প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি এ কথা জানিয়েছেন। তবে ইতালীয় প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এটাই হতাহতের চূড়ান্ত সংখ্যা নয়। খবর বিবিসি ও এএফপির। বুধবার ভোরে রাজধানী রোম থেকে ৬৫ মাইল উত্তর-পূর্বে মধ্যাঞ্চলীয় পাহাড়ী এলাকায় ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ঐতিহাসিক শহর আমাত্রিসের তিন-চতুর্থাংশ এলাকা এই ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মেয়র জানিয়েছেন। শহরটি ভূমিকম্পে এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে, দেখে মনে হয় সেখানে বোমাবর্ষণ করা হয়েছে। মেয়র সার্জিও পিরোজি বলেন, আমাত্রিসের অর্ধেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। মিয়ানমারে হত ৩, দু’শ’ প্যাগোডা বিধ্বস্ত ॥ এদিকে মিয়ানমারে ভূমিকম্পে শিশুসহ তিন জন নিহত এবং বহু আহত হয়েছে। ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে দেশটির প্রাচীন রাজধানী বাগানের প্রায় ২শ’ প্যাগোডা বিধ্বস্ত হয়েছে।
×