ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেরির সফরকালে সব বিষয়ে আলোচনা হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৩, ২৫ আগস্ট ২০১৬

কেরির সফরকালে সব বিষয়ে আলোচনা হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আসন্ন ঢাকা সফরের সময় সব বিষয় নিয়ে আলোচনা হবে। তার এই সফরের বিষয়ে প্রস্তুতিও চলছে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে জন কেরির বাংলাদেশ সফর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জন কেরি আসছেন ২৯ আগস্ট। অনেকদিন ধরে তার আসার কথা ছিল। তিনি আসছেন বলে আমরা আনন্দিত। জন কেরির এই সফরে সম্পর্কের সব দিক নিয়ে, বিশেষ করে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, জন কেরি আগামী ২৯ আগস্ট ঢাকা এসে ওইদিনই নয়াদিল্লীর উদ্দেশে যাত্রা করবেন। গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গী হামলায় ১৭ বিদেশীসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে শেখ হাসিনাকে বলেছিলেন। মাহমুদ আলী গত বছর কেরিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সে সময় তিনি শীঘ্রই আসবেন বলে জানিয়েছিলেন। সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত করবেন জন কেরি। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির এটি প্রথম ঢাকা সফর। এছাড়া বিগত পাঁচ বছরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। সে সময় হিলারি বাংলাদেশ সফর শেষে ভারতেও গিয়েছিলেন।
×