ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাহসী ভূমিকার প্রশংসা

একমাত্র জনকণ্ঠই ২০০১-০৬ জোট আমলের দুঃশাসন তুলে ধরেছিল ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৯, ২৫ আগস্ট ২০১৬

একমাত্র জনকণ্ঠই ২০০১-০৬ জোট আমলের দুঃশাসন তুলে ধরেছিল ॥ প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ২০০১-০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের ৫ বছরের দুঃশাসনের সময় দৈনিক জনকণ্ঠের সাহসী ভূমিকার কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওই সময় জোট সরকারের বিভীষিকা, দুঃশাসন, সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, নির্যাতনসহ দুর্বিষহ অবস্থার সময় অনেক পত্রিকাই ছিল। কিন্তু তারা কোন সত্য কথা লিখতে পারেনি। একমাত্র জনকণ্ঠই শত প্রতিকূলতার মধ্যেও প্রকৃত সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরেছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা ও অনুদানের চেক বিতরণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় এই প্রথমবারের মতো ১৯৬ দুস্থ, অসুস্থ, দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যের মাঝে এক কোটি ৪০ লাখ টাকা অনুদান দেয়া হয়। বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা শহরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসন, নিপীড়ন ও নির্যাতনের কথা তুলে ধরে বলেন, শুধু আওয়ামী লীগ নেতাকর্মীই নয় ওই সময় অসংখ্য সাংবাদিকও নিপীড়ন, নির্যাতন ও হত্যাকা-ের শিকার হয়েছেন। সেই সময়ের চরম দুঃশাসনের ঘটনা আপনারা (গণমাধ্যম) অনেকেই জাতির সামনে তুলে ধরতে পারেননি। এই দুঃসময়ে একমাত্র জনকণ্ঠই সাহসী ভূমিকা নিয়ে জাতির সামনে সত্য সত্য ঘটনা তুলে ধরেছিল। আমি চাই, আপনারা আমাদের দোষ-ত্রুটি তুলে ধরুন; যাতে আমরা আমাদের দোষত্রুটিগুলো ধরতে পারি। নিজেকে গণমাধ্যম পরিবারের একজন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার তৎকালীন পূর্ববঙ্গের প্রতিনিধি ছিলেন। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে এ সম্পর্কে অনেক কথাই লিখেছেন। সেই দিক থেকে আমিও গণমাধ্যম পরিবারের একজন সদস্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমদ।
×