ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে ‘অনিয়মিত’র নাট্যচর্চা

প্রকাশিত: ০৬:৫৯, ২৫ আগস্ট ২০১৬

মুন্সীগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে ‘অনিয়মিত’র নাট্যচর্চা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ প্রাচীন নাট্যসংগঠন অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যক্রম চলছে জরাজীর্ণ ঝুঁকিপূণ এক ভবনে। শত বছরের পুরনো একতলা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে সাংস্কৃতিক কর্মীদের নাট্যচর্চা করতে হচ্ছে। এই অবস্থায় মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের এই নাট্যকর্মীরা এখন শঙ্কিত। দেশ স্বাধীন হওয়ার পর রণাঙ্গন থেকে ফিরে দেশ গঠনের জন্য সমবয়সী কয়েকজন মুক্তিযোদ্ধার মুক্ত চিন্তা থেকেই সংগঠনের আত্মপ্রকাশ। মুন্সীগঞ্জ শহরের মালপাড়ায় এটির জন্ম। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ ৪৪ বছর কেটে গেছে এ দলটির। দীর্ঘকাল একতলা পাকা ভবনেই ৯৯ বছরের লিজ নিয়ে কার্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠাকালীন সংগঠনটির সভাপতি নির্বাচিত হন মুক্তিযোদ্ধা আ ক ম গিয়াসউদ্দিন আহমেদ জানান, এটি সংস্কার এখন সময়ের দাবি। বর্তমানে শহরের মালপাড়া এলাকার সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসা পাকা ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় নাট্য সংগঠনটির নাট্য চর্চা বন্ধের উপক্রম হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে নাট্যকর্মীরা সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে। ভবনের ছাদ থেকে পলেস্তার খসে খসে পড়ছে। ভবনের চারপাশের দেয়ালের অনেকাংশে শ্যাওলা পড়ে গেছে। কোথাও কোথাও দেয়াল ভেঙ্গে পড়ছে। পরিবেশ হয়ে উঠেছে স্যাঁতস্যাঁতে। সংগঠনটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহমুদ হাসান সাগর জানান, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী তিন যুগপূর্তি উদযাপন করে দেশের প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আবেদ খান, ভাষা সৈনিক আব্দুল মতিন, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদিকে আজীবন সম্মাননা ও নাট্য ব্যক্তিত্ব রাইসুল ইসলাম আসাদসহ বহুগুনী ব্যক্তিকে ফরহাদুজ্জামান খোকন স্মৃতি পদকে ভূষিত করেছে। ১৯৭৩ সালের মহান একুশে ফেব্রুয়ারিতে অনিয়মিতের প্রতিষ্ঠা করা হয়। ৯৯ বছরের লিজ নিয়ে একতলা এক পাকা ভবনে এর যাত্রা শুরু করে। ৪৫ বছর ধরে চলে আসা নাট্য চর্চার ওই পাকা ভবনটি এখন জরাজীর্ণÑ যা সংস্কার করা জরুরী হয়ে উঠেছে। অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর বড়দের পাশাপাশি অনিয়মিত লিটল ইউনিট নামে শিশুদের নাট্যচর্চার একটি ইউনিট রয়েছে। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন- অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী মুন্সীগঞ্জের প্রাচীন নাট্য সংগঠন। এই সংগঠনের হাত ধরেই মুন্সীগঞ্জ জেলার নাট্য আন্দোলনের ইতিহাস রচিত হয়েছে। দীর্ঘ ৪৪ বছর ধরে সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে। এই সংগঠনের কার্যালয়টি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শিক্ষাবিদ খালেদা খানম বলেনÑ মুন্সীগঞ্জ সাংস্কৃতিক আন্দোলনের দীর্ঘ ইতিহাসে অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এর কার্যক্রম আরও বেগবান করতে কার্যালয় সংস্কার করে নাট্যচর্চার পরিবেশ তৈরি করে দেয়া খুব জরুরী। দলটির সদস্য সংখ্যা এখন শতাধিক। ৭০টি মঞ্চ নাটক ও ২০টি পথ নাটকের প্রয়োজনা এই দলের। জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নাটক মঞ্চায়ন করেছে সংগঠনটি অন্তত ৫শ’ বার। সংগঠনটির বর্তমান সভাপতি এ্যাডভোকেট সুজন হায়দার জনি জানান, সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘নুরুলদীনের সারাজীবন’, মুনীর চৌধুরীর ‘কবর’, আব্দুল্লাহ আল-মামুনের ‘এখন দুঃসময়’, ‘ফলাফল নিম্নচাপ’, মামুনুর রশীদের ‘নীলা’, ‘ইবলিশ’, সেলীম-আল দীনের ‘বাসন’, ‘সংবাদ কার্টু’ন, রাধা রমন ঘোষের ‘ইতিহাস কাঁদে’, মনোজ মিত্রের ‘বাবা বদল’, ‘কাল বিহঙ্গ’, মমতাজউদ্দীন আহমদের ‘কিংশুক যে মেরুতে’, ‘বট বৃক্ষের ধরম করম’ ও সত্যজিৎ রায়ের ‘হিরক রাজার দেশে’ নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। সংগঠনটি বাংলাদেশে প্রথম পরিবেশ থিয়েটারের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিয়ে ইতিহাসের অংশ হয়ে আছে। ১৯৯৭ সালে মুন্সীগঞ্জের ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা প্রাঙ্গণে ৩০০ বছরের ইতিহাস নিয়ে ‘সেই সমতটে এই জনপদে’ নামের বাংলাদেশের প্রথম পরিবেশ থিয়েটার মঞ্চায়ন করা হয় তিন দিনব্যাপী। আশীষ খন্দকারের নির্দেশনায় ৩ ঘণ্টার পরিবেশ থিয়েটারের তিন শতাধিক নাট্যকর্মী কাজ করেন। এছাড়া নাট্যচর্চার পাশাপাশি প্রতিবছর জাতীয় পর্যায়ের নাট্যোৎসব, নাট্য কর্মশালা আয়োজন করে আসছে সংগঠনটি। এটি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ঢাকায় আয়োজিত জাতীয় নাট্যোৎসবগুলোতে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। ১৯৮৬ সালে এই সংগঠনটির নেতৃত্বে মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠিত হয়। অপরদিকে জেলার সামাজিক সাংস্কৃতিক আন্দোলন ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটি দীর্ঘ সময় ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
×