ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নজরুলের মৃত্যুবার্ষিকীতে ফেরদৌস আরার মিউজিক ভিডিও

প্রকাশিত: ০৬:৫৮, ২৫ আগস্ট ২০১৬

নজরুলের মৃত্যুবার্ষিকীতে ফেরদৌস আরার মিউজিক ভিডিও

স্টাফ রিপোর্টার ॥ বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার গাওয়া চার গানের মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। নজরুলের জনপ্রিয় চারটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করবেন দেশের জনপ্রিয় এবং কালজয়ী বিভিন্ন চলচ্চিত্র তৈরির কারিগররা। এরা হলেন- চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, কাজী হায়াৎ, মতিন রহমান ও সোহানুর রহমান সোহান। এর মাধ্যমে জনপ্রিয় এই নির্মাতারা এবার আসছেন নতুন পরিচয়ে। চারটি গানের ভিডিওগুলোতে মডেল হিসেবে অভিনয় করবেন তারকা মডেলরা। বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ আগস্ট চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে এই চারটি মিউজিক ভিডিও প্রচার হবে। চার চলচ্চিত্র নির্মাতার মিউজিক ভিডিও নির্মাণ উপলক্ষে নিজস্ব ভবনে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চ্যানেল আইয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট চার নির্মাতা, শিল্পী ও মডেলরা। আরও থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবেই সঙ্গীত পরিবেশন করে থাকেন ফেরদৌস আরা। এরই ধারাবাহিকতায় দেশটিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে আগামীকাল গান করবেন ফেরদৌস আরা। প্রিয়জনের গান আগামীকাল শুক্রবার বিকাল ৩টা থেকে সরাসরি প্রচার হবে। প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয়শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজেদের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করেন। গানের পাশাপাশি মূলশিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় গানের অন্তরালের নানান অজানা গল্প। আর প্রিয় মানুষের মুখে শিল্পীর ব্যাক্তিগত জীবন বা তার সঙ্গীত ক্যারিয়ারের অনেক অজানা দিকও জানা যায়। পাশাপাশি দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন অনুষ্ঠানে। তবে দর্শকরা কোন গানের অনুরোধ করতে পারেন না। তারা শুধুমাত্র আমন্ত্রিত শিল্পী বা তার গান সম্পর্কে কোন স্মৃতি থাকলে তা শেয়ার করতে পারেন। অথবা আমন্ত্রিত শিল্পী বা গান সম্পর্কে কোন তথ্য জানতে চাইলে ফোনে প্রশ্ন করতে পারেন। বুলবুল ইসলামের প্রযোজনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে গান অথবা শিল্পী সম্পর্কে কোন তথ্য জানাতে বা জানতে চাইলে ফোন করতে পারবেন।
×