ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঋদ্ধির প্রশংসায় বিরাট কোহলি

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ আগস্ট ২০১৬

ঋদ্ধির প্রশংসায় বিরাট কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ঋদ্ধিমান সাহা প্রতিভাবান সন্দেহ নেই। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির একচেটিয়া দাপটে এতদিন নিয়মিত সুযোগ হয়নি। ধোনি টেস্ট ছাড়ার পর থেকেই সাদা পোশাকে আলো ছড়াচ্ছেন। উইন্ডিজ সফরে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজেও দারুণ করেছেন তিনি। প্রশংসা পেয়েছেন অধিনায়কের। কোহলি বলেন, ‘অশ্বিনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ও আউটস্ট্যান্ডিং। তবে এই সফরে আমাদের বড় প্রাপ্তি ঋদ্ধিমান সাহা। লোয়ার অর্ডারে নেমে ভাল ব্যাটিং করেছে।’ প্রথম টেস্টে টপঅর্ডার ভেঙ্গে পড়ার পর দু-জনেই ভাল ব্যাটিং করে ১শ’র ওপরে জুটি গড়েন। শেষ পর্যন্ত ম্যাচটাও জেতে ভারত। তৃতীয় টেস্টেও অশ্বিন-ঋদ্ধি চমৎকার খেলেছেন। সিরিজ ২-০তে পকেটে পোড়ে কোহলির দল। তবে বৃষ্টির জন্য শেষ ম্যাচটা ড্র হওয়ায় টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে যায় তারা। এটি নিয়ে মাথা ঘামাতে চান না সময়ের সেরা এই ব্যাটসম্যান, ‘র‌্যাঙ্কিং অবশ্যই উৎসাহদায়ক। তবে, মনে রাখতে হবে সেটি দীর্ঘ সময়ের জন্য নয়। আমরা র‌্যাঙ্কিংয়ের কথা মাথায় রেখে খেলি না। একটি দারুণ মৌসুম শেষ করাই লক্ষ্য।’ বলেন কোহলি। তাদের সামনে শীঘ্রই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে। আগামী মাসে ভারত দেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে ৩ টেস্টের সিরিজ খেলবে। সেখানে অন্তত ১-০তে জিতলেই ফের চূড়ায় উঠবে কোহলিবাহিনী। ২২ সেপ্টেম্বর কানপুরে শুরু প্রথম টেস্ট।
×