ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোল্ট হবেন গ্রাসে?

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ আগস্ট ২০১৬

বোল্ট হবেন গ্রাসে?

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী টোকিও অলিম্পিকে ট্র্যাক মাতাতে দেখা যাবে না বোল্টকে। বোল্টের জায়গাটা নিজের করে নিতে পারেন কানাডিয়ান স্প্রিন্টার আন্দ্রে দি গ্রাসে। ২১ বছর বয়সী ও ৫ ফুট ৯ ইঞ্চির অধিকারী আন্দ্রে এবারের রিও অলিম্পিকে প্রতিবারই হেরেছেন বোল্টের কাছে (১০০, ২০০ এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলে স্প্রিন্টে)। ২০০ মিটার রৌপ্য, ১০০ ও ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে পেয়েছেন তাম্রপদক। এছাড়াও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, প্যান আমেরিকা গেমস এবং প্যান আমেরিকা জুনিয়র চ্যাম্পিয়নশিপে জিতেছেন ২ সোনা, ১ রুপা এবং ২ তাম্রপদক। ১০০ মিটার স্প্রিন্টে তার ব্যক্তিগত সেরা টাইমিং ৯.৯১ সেকেন্ড। ২০২০ টোকিও অলিম্পিকে যে তিনি এর চেয়েও কম সময়ে দৌড়ে দ্রুততম মানবের খেতাব জিতবেন, তা নিয়ে অনেকেই আশাবাদী। স্বয়ং বোল্ট আন্দ্রেকে নিয়ে বলেছেন, ‘তার মধ্যে অনেক প্রতিভা আছে।’ আর আন্দ্রের ভাষ্য, ‘বোল্টই আমার আদর্শ। আশা করি একসময় আমি তার মতো দৌড়াতে পারব এবং দেশের জন্য অনেক সাফল্য বয়ে আনতে সক্ষম হব।’ নজরে থাকছেন শিরাই স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৩ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফর্মেন্স উপহার দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন জাপানের কেঞ্জো শিরাই। শুধু তাই নয়, মাত্র ১৭ বছর বয়সেই জিমন্যাস্টিকসের ফ্লোর ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন তিনি। তাই রিওতেও সবার নজরে ছিলেন জাপানের ১৯ বছর বয়সী এই তারকা। কিন্তু বিস্ময়করভাবেই ভক্ত-অনুরাগীদের হতাশ করেন তিনি। রিওর ফ্লোরে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। এই ইভেন্টে স্বর্ণপদক জিতে নেন গ্রেট ব্রিটেনের হোয়াইটলক। তবে এটা তাকে মোটেই অলিম্পিকের পদক জয় থেকে বঞ্চিত করছে না। কেননা পরবর্র্তী অলিম্পিক যে হবে নিজেদের ঘরের মাঠে! তাই স্বাভাবিকভাবেই রিও অলিম্পিকের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে জ্বলে উঠার প্রত্যয় তার। জাপানের জিমন্যাস্টিকসের ইতিহাসে অন্যতম সেরা তারকা কোহেই উচিমুরা। অলিম্পিকের অল এরাউন্ড ইভেন্টে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রয়েছে তার। ২৭ বছর বয়সী এই জাপানের জিমন্যাস্ট অলিম্পিকের তিন স্বর্ণপদক ছাড়াও জিতেছেন ১০ বিশ্বচ্যাম্পিয়নশিপের শিরোপা। তারই ছায়া হিসেবে ভাবা হচ্ছে কেঞ্জো শিরাইকে। তবে শিরাই কী পারবেন নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে? সমর্থকদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×